Pakistan Election Results 2024: ভোট পেলেন ১ লক্ষ ৭১ হাজারের বেশি, শেষে লাহোর থেকে জিতলেন নওয়াজ শরিফ

জয়ের পর নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানে নয়া সরকার গঠনের জন্য যতজন প্রার্থীর প্রয়োজন, তা পিএমএল-এনের কাছে আপাতত নেই। সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Nawaz Sharif (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি: শুক্রবার ভোট গণনা শুরু হতেই পাকিস্তান (Pakistan) জুড়ে টালমাটাল শুরু হয়। সারাদিন কড়া টক্করের পর অবশেষে লাহোর থেকে জয় পেলেন নওয়াজ শরিফ (Nawaz Sharif) । পিএমএল-এনের প্রার্থী নওয়াজ শরিফ লাহোর থেকে ১,৭১,০২৪ ভোটে জয়ী হয়েছে বলে জানা যাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমের তরফে। পিটিআই এবং পিপিপির সঙ্গে জোরদার টক্করের পর অবশেষে লাহোর থকেে নওয়াজ শরিফ জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে। জয়ের পর লাহোরে পিএমএল-এনের দলীয় কার্যালয়ে হাজির হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ে হাজির হয়েই সেখান থেকে অনুগামীদের হাত নাড়িয়ে ধন্যবাদ জানান নওয়াজ শরিফ।

আরও পড়ুন: Pakistan Election Results 2024: ইমরান খান কেন জেলে, জয়ের গন্ধ পেতেই বিক্ষোভ পিটিআইয়ের, দেখুন

দেখুন ভিডিয়ো...

 

জয়ের পর নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানে নয়া সরকার গঠনের জন্য যতজন প্রার্থীর প্রয়োজন, তা পিএমএল-এনের কাছে আপাতত নেই। সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলি যদি পিএমএল-এনের সঙ্গে হাত মেলায়, তাহলে তাঁরা সরকার গঠন করতে পারবেন। এ বিষয়ে শেহবাজ শরিফের সঙ্গে তিনি একযোগে কাজ করছেন। পাশাপাশি আসিফ আলি জারদারির সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন বলে জানান নওয়াজ শরিফ।

বর্তমানে পাকিস্তানে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, তার সঙ্গে  লড়াই করতে হবে। সেই কারণে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে জোট বেধা তাঁরা সরকার গঠন করতে চান বলে জানান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।



@endif