Pakistan Election 2024: শরিফদের পিএমএল-এনের সঙ্গে জোট বাঁধবে না পিপিপি, বাবা জারদারিকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা বিলাবলের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারিই পিপিপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এমনই জানান বিলাবল ভুট্টো। ফলে এবার পাকিস্তানের রাজনৈতিক সমীকরণ যে অন্যদিকে মোড় নিতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট।

Bilawal Bhutto (Photo Credit: Instagram)

দিল্লি, ১৯ জানুয়ারি: পাকিস্তানে (Pakistan) কারা সরকার গড়বে, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইমরান খানের (Imran Khan) পিটিআই (PTI) সর্বাধিক আসন পেলেও পিএমএল-এন এবং পিপিপি একসঙ্গে জোট বেঁধে সরকার গড়তে পারে বলে আশঙ্কা করছিল রাজনৈতিক মহল।  তবে শেষ পর্যন্ত পিএমএল-এনের সঙ্গে পিপিপি-র আসন সমঝোতা শেষ হতে চলেছে।  পিপিপি কোনওভাবে পিএমএল-এনের সঙ্গে জোট বাঁধবে না।  ফলে আসিফ আলি জারদারিকেই বিলাবল ভুট্টো পিপিপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

আরও পড়ুন: Pakistan Election 2024: পাকিস্তানে ভোটে রিগিংয়ের কথা স্বীকার করে পদত্যাগ নির্বাচন কমিশনারের, 'পাপ' দেখে আত্মহত্যার পরিকল্পনা!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারিই  পিপিপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এমনই জানান বিলাবল ভুট্টো। ফলে এবার পাকিস্তানের রাজনৈতিক সমীকরণ যে অন্যদিকে মোড় নিতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট।

অন্যদিকে ইমরান খান জেলে থাকায় তার  জায়গায় ওমর আয়ুবকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।



@endif