Bangladesh Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, ব্রিজ ভেঙে খালে পড়ল উপবন এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৪

য়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশে মারা গেলেন কমপক্ষে ৪ জন। আহত শতাধিক।

বাংলাদেশে উপবন এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। (Photo Credits: Twitter)

ঢাকা, ২৪ জুন, ২০১৯: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Train Accident) বাংলাদেশে (Bangladesh) মারা গেলেন কমপক্ষে ৪ জন। আহত শতাধিক। সিলেট থেকে ঢাকার (Dhaka)  উদ্দেশ্যে যাওয়ার সময়, কুলাউড়া এলাকায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সেতু ভেঙে খালে পড়ে যায়‌। রবিবার গভীর রাত পৌনে ১২টার দিকে ট্রেনটির পাঁচটি বগি আচমকা লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়৷ উল্টে যায় আরও একটি বগি৷

সম্প্রতি সিলেট-ঢাকা (Sylhet-Dhaka) সড়কপথে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনেই যাত্রীরা বেশি চলাচল করছে। সেকারণেই যাত্রী সংখ্যা রবিবারও অত্যন্ত বেশি ছিল ট্রেনে। অতিরিক্ত ভারের কারণেই ট্রেন লাইনচ্যুত হয় বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন, জোর করে ‘‌জয় শ্রীরাম’‌ বলিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা ঝাড়খণ্ডে

স্থানীয় রেলওয়ে থানার ওসি আবদুল মালেক জানিয়েছেন, আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় দমকল ও রেলওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়৷ দুর্ঘটনার পরেই সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সমস্যায পড়েছেন বাসিন্দারা।