Monkeypox: আতঙ্কের গ্রাস, মাঙ্কিপক্সের নাম পালটাক হু, দাবি আমেরিকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে এই রোগের নাম পরিবর্তন করে, সেই আবেদন জানানো হয় নিউ ইয়র্কের স্বাস্থ্য দফতরের তরফে। নিউ ইয়র্কের স্বাস্থ্য আধিকারিক ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেডরস গেব্রিয়াসের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছেন।
গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। মার্কিন যুক্তরাষ্ট্রে (US) মাঙ্কিপক্সে আতঙ্কের জেরে শোরগোল শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ১০৯২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। যা নিয়ে আমেরিকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মাঙ্কিপক্সে যখন সংক্রমিতর সংখ্যা বাড়ছে, তখন এই রোগের নাম পরিবর্তনের আর্জি জানাল নিউ ইয়র্ক। মাঙ্কিপক্সে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা এই নামে ভয় পাচ্ছেন। ফলে মাঙ্কিপক্সের নাম যাতে পরিবর্তন করা হয়, জানানো হয়েছে সেই আবেদন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যাতে এই রোগের নাম পরিবর্তন করে, সেই আবেদন জানানো হয় নিউ ইয়র্কের স্বাস্থ্য দফতরের তরফে। নিউ ইয়র্কের স্বাস্থ্য আধিকারিক ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেডরস গেব্রিয়াসের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: Mouni Roy: বিকিনিতে মৌনী, মন্ত্রমুগ্ধ বাঙালি কন্যা অনুরাগীরা
মাঙ্কিপক্সের সংক্রমণ যখন বাড়ছে, সেই সময় এই রোগ রুখতে কোনও টিকার আবিষ্কার হয়নি। তবে স্মলপক্সের টিকাই মাঙ্কিপক্সের উপর কাজ করছে বলে জানানো হয় হু-এর তরফে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে মাঙ্কিপক্সের নাম পালটে অন্য কিছু করেন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে।