Nepal Claims Dehradun & Nainital as Part of Its Own Country: উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকে এবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করল নেপাল

উত্তরাখণ্ডের নৈনিতাল (Nainital) ও দেরাদুনকে (Dehradun) এবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করল নেপাল (Nepal)। কয়েকদিন ধরেই নেপাল 'গ্রেটার নেপাল' (Greater Nepal) প্রচার অভিযান শুরু করেছে। সেই অভিযানে নৈনিতাল ও দেরাদুনকে তাদের বলে দাবি করেছে কেপি শর্মা ওলির সরকার।

কাঠমান্ডু, ১৮ সেপ্টেম্বর: উত্তরাখণ্ডের নৈনিতাল (Nainital) ও দেরাদুনকে (Dehradun) এবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করল নেপাল (Nepal)। কয়েকদিন ধরেই নেপাল 'গ্রেটার নেপাল' (Greater Nepal) প্রচার অভিযান শুরু করেছে। সেই অভিযানে নৈনিতাল ও দেরাদুনকে তাদের বলে দাবি করেছে কেপি শর্মা ওলির সরকার।

ইতিমধ্যেই ফেসবুকে 'গ্রেটার নেপাল' পেজ খুলে সেখানে ভারত বিরোধী প্রচার চলছে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন জায়গাকে তাদের বলে দাবি করা হচ্ছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মদতেই সব কিছু হচ্ছে। ভারতের উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও সিকিমের বেশ কিছু অংশ তাদের বলে দাবি করছে নেপাল। শুধু তাই নয়, ফেসবুক পেজে অনেক নেপালি দাবি জানিয়েছেন যাতে ভারতকে যাতে নেপালের অন্তর্ভুক্ত করা হয়। আরও পড়ুন: FDI Policy in Defence Sector: প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৭৪ শতাংশ করল কেন্দ্রীয় সরকার

৮ মে লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানস সরোবর পর্যন্ত নতুন ৮০ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পরই নেপাল আচমকা দাবি করে যে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড। ভারত সেখানে অবৈধভাবে রাস্তা ও ব্রিজ তৈরি করেছে। নেপালের এই দাবি খারিজ করে দেয় নতুন দিল্লি। যদিও সেই দাবিতে অনড় থেকে দেশের নতুন ম্যাপ প্রকাশ করে নেপাল। তাতে এই তিনটি জায়গা অন্তর্ভুক্ত করে নেয়।