Bangladesh: দেওয়া যাবে না 'হা হা' ইমোজি, ফতেয়া জারি বাংলাদেশের ধর্মগুরুর

আহমদুল্লাহ নামে বাংলাদেশের এক মুসলিম ধর্মগুরু ৩ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করেন।

ছবি ফেসবুক

ঢাকা, ২৪ জুন: ফেসবুকে 'হা হা' ইমোজি দেওয়া 'হারাম'। ফেসবুকে (Facebook) হাসি, ঠাট্টা করার ইমেজ দেওয়া যাবে না। বাংলাদেশের এক মুসলিম ধর্মগুরু (Muslim Cleric) এমনই ফতেয়া জারি করলেন।

সম্প্রতি  আহমদুল্লাহ নামে বাংলাদেশের (Bangladesh) এক মুসলিম ধর্মগুরু ৩ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করেন। ওই ভিডিয়োতেই তিনি ফেসবুক সহ সোশ্যাল হ্যান্ডেলে মানুষের হাসি, মজা নিয়ে বেশ কিছু কথা বলেন। ওই ভিডিয়োতেই (Video) মুসলিম ধর্মগুরু জানান, ফেসবুকে এসব ইমোজি দেওয়া যাবে না। হা হা ইমোজি দিলে, মানুষকে নিয়ে ঠাট্টা করা যাবে না।

আরও পড়ুন: COVID 19: করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে, বাড়ছে আতঙ্ক

প্রসঙ্গত, ফেসবুক এবং ইউটিউবে (Youtube) ওই মুসলিম ধর্মগুরুর প্রায় ৩০ লক্ষ ফলোয়ার রয়েছে। ফলে মুসলিম ধর্মগুরুর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ফেসবুক, ইউটিউবের পাশাপাশি ওই মুসলিম ধর্মগুরুকে টেলিভিশনে বেশ কয়েকটি শো করতেও দেখা যায়।