চিনের পাহাড়ে ধস, মৃত কমপক্ষে ১৪

পাহাড়ে ধস নেমে চিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। নিখোঁজ রয়েছেন এখনও পাঁচ জন। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের লেহসান সিটিতে।

Photo Credits: ANI

লেহশান সিটি: পাহাড়ে (Mountain) ধস নেমে (Collapses) চিনে (China) মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। নিখোঁজ (missing) রয়েছেন এখনও পাঁচ জন। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের (southwest China) সিচুয়ান প্রদেশের (Sichuan Province) লেহসান সিটিতে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সিচুয়ান প্রদেশের জিনকুহে জেলার (Jinkouhe) লেহশান শহরের (Leshan city) ইয়ংসেঙ্গ টাউনশিপ (Yongsheng Township) এলাকার একটি পাহাড়ে ধস নেমে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সকাল ৬টার সময়।

১৮০ জনের বেশি উদ্ধারকারীর একটি দল (rescue team) নিখোঁজ মানুষদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।