Turkey Terror Attack: তুর্কিতে প্রতিরক্ষা সংস্থার অফিসে জঙ্গি হামলা, ২ জঙ্গি সহ ৪ নিহত, বন্দি একাধিক
ভয়াবহ জঙ্গি হামলা তুরস্কে। রাজধানী আঙ্কারার অবস্থিত অ্যারোস্পেস এন্ড ডিফেন্স নামে একটি প্রতিরক্ষা সংস্থার সদর দফতরে হামলা চালায় সন্ত্রাসীরা।
ভয়াবহ জঙ্গি হামলা তুরস্কে। রাজধানী আঙ্কারার অবস্থিত অ্যারোস্পেস এন্ড ডিফেন্স (Aerospace and Defense Company) নামে একটি প্রতিরক্ষা সংস্থার সদর দফতরে হামলা চালায় সন্ত্রাসীরা। জানা যাচ্ছে, বুধবার সংস্থাটির অফিসের সামনে সামনে আচমকাই একটি বিস্ফোরণ ঘটে। তারপর একদল ব্যক্তি গুলি চালাতে চালাতে ভবনে ঢোকে। আর এই গুলিতে ২ কর্মচারীর মৃত্যু হয় বলে খবর। জানা যাচ্ছে, কমপক্ষে ১৪ জনকে বন্দি রেখেছে ওই আতঙ্কবাদীরা। যদিও কোনও দাবিদাওয়া এখনও তাঁরা করেনি। এবং কোন সংগঠনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে সেটাও স্পষ্ট নয়।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এই জঙ্গি হামলার ঘটনা নিশ্চিত করেছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে। আতঙ্কবাদীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী পুলিশের হামলায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। তবে ঠিক কতজন জঙ্গি ওই অফিসের মধ্যে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনকী পুলিশের হামলার পাল্টা জবাব তাঁরাও দিচ্ছে বলে জানা গিয়েছে। যদিও জঙ্গিদের গুলিতে কোনও পুলিশকর্মীর মৃত্যু হয়েনি বলেই খবর।