Khalistani Terrorist Killing: 'জঙ্গিদের নিরাপদ আশ্রয়ক্ষেত্র কানাডা', খালিস্তানি ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে ট্রুডোকে তোপ শ্রীলঙ্কার
আলি সাব্রি বলেন, শ্রীলঙ্কায় গণহত্যা হচ্ছে বলে আলটপকা মন্তব্য করা হয় কানাডার তরফে। তথ্য প্রমাণ ছাড়াই এভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানাডা মারাত্মক অভিযোগ করে বলেও ফুঁসে ওঠেন আলি সাব্রি।
দিল্লি, ২৬ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হদীপ সিং নিজ্জর খুনে ভারত যোগের যে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার বিরুদ্ধে মুখ খুলল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী আলি সাব্রি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কানাডার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বলেন, কানাডা যে অভিযোগ করছে, তার তথ্য প্রমাণ উপযুক্তভাবে দিতে পারছে না। তথ্য প্রমাণ ব্যাতীত কীভাবে এই ধরনের অভিযোগ করা যায় বলে প্রশ্ন তোলেন শ্রীলঙ্কার মন্ত্রী। শুধু তাই নয়, কানাডা বর্তমানে কিছু কিছু জঙ্গি সংগঠনের নিরাপদ আশ্রয়ক্ষেত্র হয়ে গিয়েছে বলে ট্রুডোর বিরুদ্ধে তোপ দাগেন সাব্রি। এরপরই তিনি শ্রীলঙ্কাকে নিয়ে কানাডার মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেন।
আলি সাব্রি বলেন, শ্রীলঙ্কায় গণহত্যা হচ্ছে বলে আলটপকা মন্তব্য করা হয় কানাডার তরফে। তথ্য প্রমাণ ছাড়াই এভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানাডা মারাত্মক অভিযোগ করে বলেও ফুঁসে ওঠেন আলি সাব্রি। ট্রুডোর গণহত্যা মন্তব্যের জেরেই শ্রীলঙ্কার সঙ্গে কানাডার সম্পর্ক বর্তমানে তিক্ততায় পৌঁছে গিয়েছে বলেও জানান দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী।