IPL Auction 2025 Live

Melbourne: হিন্দু মন্দিরগুলিতে ভাঙচুরের পর মেলবোর্নে ভারতীয়দের উপর আক্রমণ খালিস্তানি সমর্থকদের, ঘটনাস্থলের ভিডিয়ো

মেলবোর্নের রাস্তায় ভারতের জাতীয় পতাকা (Indian National flag) হাতে প্রবাসী ভারতীয়দের (NRI) দেখতে পেলেই তাঁদের আক্রমণ করছে খালিস্তানি সমর্থকরা।

Photo Credits: Twitter

মেলবোর্ন: কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নে (Melbourne) থাকা একাধিক হিন্দু মন্দিরে (Hindu Temples) ভাঙচুর (vandalized) চালিয়েছে খালিস্তানি সমর্থকরা (Khalistani supporters)। সেই নিয়ে ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসনকে। এর মাঝেই ভাইরাল হল কিছু ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে, মেলবোর্নের রাস্তায় ভারতের জাতীয় পতাকা (Indian National flag) হাতে প্রবাসী ভারতীয়দের (NRI) দেখতে পেলেই তাঁদের আক্রমণ করছে খালিস্তানি সমর্থকরা।

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, খালিস্তানের পতাকা হাতে কিছু লোক ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ঘোরা কিছু লোকের উপর চড়াও হয়ে তাঁদের মারধরের চেষ্টা করছে। মারধর করতে করতে খালিস্তান জিন্দাবাদের স্লোগানও দিতে দেখা যাচ্ছে তাদের। একজন খালিস্তানি সমর্থক এক ভারতীয়কে রড দিয়ে মারছে এই দৃশ্যও দেখা গেছে ওই ভিডিয়োতে।

ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, খালিস্তানি সমর্থকদের ক্রমাগত মারধরের ফলে ভারতীয়দের অনেকেই দৌড়ে পালানোর চেষ্টা করছে। একজন দেখা যাচ্ছে ডান্ডাতে লাগানো থাকা ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেখুন ভিডিয়ো: