Rath Yatra In New York City : রথের আগে নিউ ইয়র্কের রাস্তায় জগন্নাথের জাঁকজমক, দেখুন ভিডিয়ো

জগন্নাথ রথযাত্রায় এবছর নিউ ইয়র্ক সিটি আধ্যাত্মিকতা এবং ভক্তির বিশাল অনুষ্ঠানের সাক্ষী রয়ল।

নিউ ইয়র্ক :  এবছর নিউ ইয়র্ক সিটি আধ্যাত্মিকতা এবং ভক্তির বিশাল জগন্নাথ শোভাযাত্রার সাক্ষী রয়ল। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ISCON) সেখানে বিশাল জগন্নাথ রথযাত্রার আয়োজন করে যা, ভারতের হরে কৃষ্ণ উৎসব নামেও পরিচিত।

রথযাত্রার উৎসবে নাচ, গান কীর্তনে সেখানকার মানুষ উৎসবে মেতে ওঠেন। জগন্নাথ রথযাত্রা (Jagannath Rath Yatra) শুরু হয় ৯ জুন চলে ১১ জুন পর্যন্ত। টাইমস স্কোয়ারের ব্যাস্ত রাস্তায় উৎসবটি চলে, সেখাঙ্কার মানুষ খুব আন্তরিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নাচে গানে আনন্দে মেতে ওঠেন। ইসকনের আয়োজিত রথযাত্রার উৎসবটি সেখানকার সাধারণ মানুষের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়েছে। আরও পড়ুন :  Rath Yatra 2023 : পুরীতে রথযাত্রার উৎসব কখন পালন হবে? সময়, ধর্মীয় তাৎপর্য ও ইতিহাস জানুন