Italy Wildfire: দাবানলের গ্রাসে ইতালি, দাউ দাউ করে জ্বলছে গ্রোটেরিয়া, সতর্কতা

গ্রোটেরিয়ার মেয়র জানান, খুব প্রয়োজন না হলে যেন কেউ বাড়ির বাইরে বের না হন। অত্যন্ত প্রয়োজন হলে তবেই যেন কেউ বাড়ি থেকে বের না হন।

দাবানলের গ্রাসে ইতালি, ফাইল ছবি

রোম, ১৩ অগাস্ট: ফের দাবানল (Wildfire)। এবার ইতালির (Italy) গ্রোটেরিয়ায় দাবানলের জেরে আতঙ্ক ছড়াল। গ্রোটেরিয়ায় (Grotteria) দাবানলের জেরে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে একজনের বয়স ৭৭।

জানা যাচ্ছে, গ্রোটেরিয়ায় দাবানল শুরু হলে বছর ৭৭-এর ওই ব্যক্তি নিজের পশুদের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন। ওই সময় আচমকাই  ওই ব্যক্তির ঘরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: Taliban: গজনি দখল করে কাবুলের দিকে এগোচ্ছে তালিবান? আফগানিস্তান নিয়ে আশঙ্কায় গোটা বিশ্ব

গ্রোটেরিয়ার মেয়র জানান, খুব প্রয়োজন না হলে যেন কেউ বাড়ির বাইরে বের না হন। অত্যন্ত প্রয়োজন হলে তবেই যেন কেউ বাড়ি থেকে বের না হন। রেগিও ক্যালাব্রিয়া নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। গবাদি পশু নিয়ে মাঠে থাকার সময়ই ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা যায়। ক্যালাব্রিয়া দাবানলের গ্রাসে পড়লে, দমকল কর্মীরা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি করার পর মত্যু হয় ওই ব্যক্তির।

যত শিগগিরই সম্ভব দাবানল নেভানোর চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন গ্রোটেরিয়ার মেয়র।