Israel-Hamas War: 'মুসলিমদের রক্ত ঝরছে বলেই গাজা নিয়ে চিন্তিত নয় পশ্চিমী বিশ্ব', তোপ তুরস্কের
গাজায় ক্রমাগত রক্ত ঝরছে। ইজরায়েলি সেনার হামলা চলছে মুহূর্মুহু। তা সত্ত্বেও পশ্চিমী বিশ্ব চোখে আঙুল দিয়ে চুপ করে রয়েছে বলে কড়া কটাক্ষ করেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় মুসলিম রক্ত ঝরছে বলেই সেখানে আইন ভাঙলেও, তা নিয়ে পশ্চিমী বিশ্বের কোনও মাথা ব্যাথা নেই বলে মন্তব্য করেন এরদোগান।
গাজায় ইজরায়ালের আগ্রাসন চলছে। গাজার মানুষ যে পরিস্থিতির সম্মুখীন হন না কেন, তাতে কিছু যায় আসে না পশ্চিমী দুনিয়ার। মুসলিমদের রক্ত ঝরছে বলেই গাজা নিয়ে পশ্চিমী দুনিয়া চিন্তিত নয়। বৃহস্পতিবার এভাবেই কড়া মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। গাজায় ক্রমাগত রক্ত ঝরছে। ইজরায়েলি সেনার হামলা চলছে মুহূর্মুহু। তা সত্ত্বেও পশ্চিমী বিশ্ব চোখে আঙুল দিয়ে চুপ করে রয়েছে বলে কড়া কটাক্ষ করেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় মুসলিম রক্ত ঝরছে বলেই সেখানে আইন ভাঙলেও, তা নিয়ে পশ্চিমী বিশ্বের কোনও মাথা ব্যাথা নেই বলে মন্তব্য করেন এরদোগান।
প্রসঙ্গত বুধবার এরদোগান দাবি করেন, হামাস কোনও জঙ্গি সংগঠন নয়। নিজেদের ভূমি রক্ষার দাবিতে হামাস প্রতিরোধ শুরু করেছে বলেও মন্তব্য করতে শোনা যায় এরদোগানকে। তুরস্কের প্রেসিডেন্টের ওই মন্তব্যের পর এবার তিনি গাজায় ইজরায়েলি হামলা নিয়ে পশ্চিমী বিশ্বের কড়া সমালোচনা করেন।