Iran President Ebrahim Raisi: আজারবাইজানের কাছে ভেঙে পড়ে ইরানের ইব্রাহিম রাইসির হেলিকপ্টার, উদ্ধার ধ্বংসাবশেষ

ইরানের প্রেসিডন্টের হেলিকপ্টার ভেঙে পড়ে রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে অর্থাৎ আজারবাইজানের প্রায় কাছে। আজারবাইজান থেকে ফেরার পথেই রাইসির হেলিকপ্টার আচমকা ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

Ebrahim Raisi (Photo Credit: Twitter)

হেলিকপ্টার (Helicopter) ভেঙে মৃত্যু হয়েছে ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। দুর্ঘটনার ১২ ঘণ্টা পর ইরানের সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে এই খবর।  ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে ছিলেন, তা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। ফলে ইরানের প্রেসিডেন্টের জীবিত থাকার কোনও আশা কার্যত নেই। এমনই আশঙ্কা প্রকাশ করা হয় ইরানের সংবাদমাধ্যমের তরফে।

ইরানের সংবাদমাধ্যমের তরফে এএফপি-কে জানানো খবর অনুযায়ী, যেভাবে হালিকপ্টারটি ভেঙে পড়ছে, তাতে সেখানে চড়া কোনও যাত্রীর জীবিত থাকার চিহ্ন মিলছে না। ফলে হেলিকপ্টার ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পর কোনওভাবে ইরানের প্রেসিডেন্ট জীবিত থাকত পারেন না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Iran President Ebrahim Raisi: মৃত্যু প্রেসিডেন্টের; ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়েছে, জানাল ইরানের সংবাদমাধ্যম

ইরানের প্রেসিডন্টের হেলিকপ্টার ভেঙে পড়ে রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে অর্থাৎ আজারবাইজানের প্রায় কাছে। আজারবাইজান থেকে ফেরার পথেই রাইসির হেলিকপ্টার আচমকা ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন, সেখানে আরও ৯ যাত্রী ছিলেন। তাঁরা হলেন ইরানের বিদেশমন্ত্রী,  আজারবাইজানের পশ্চিম প্রদেশের গভর্নর, একজন ইমাম। সেই সঙ্গে হেলিকপ্টারের চালক, সহকারী চালক, ক্রু প্রধান, নিরাপত্তা প্রধান এবং আরও একজন নিরাপত্তারক্ষী। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ায় প্রেসিডন্ট-সহ ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।