Indian-American Surgeon: ঘুষ নেওয়ার অভিযোগ, আমেরিকায় ৫ বছরের জেল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের
স্পাইনাল অপারেশনের জন্য ৩৩ লক্ষ ডলার ঘুষ নিয়েছিল। এর জেরে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত এক সার্জেনকে ৫ বছরের জেল হেফাজতের সাজা শোনাল সেখানকার একটি আদালত।
নিউইয়র্ক: স্পাইনাল অপারেশনের (Spinal Surgeries) জন্য ৩৩ লক্ষ ডলার ঘুষ (Bribes) নিয়েছিল। এর জেরে আমেরিকায় (America) ভারতীয় (Indian) বংশোদ্ভূত এক সার্জেনকে ৫ বছরের জেল (Jail) হেফাজতের সাজা শোনাল সেখানকার একটি আদালত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৫৫ বছরের নিউরোসার্জেন (neurosurgeon) লোকেশ এস তন্তুয়া ক্যালিফোর্নিয়ার সান ডিয়োগোর লং বিচের একটি হাসপাতালে অপারেশন করতেন। তাঁকে দোষীসাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন আমেরিকার জেলা বিচারক জোসপেন এল স্টাটন। ৫ বছরের জেল দেওয়ার পাশাপাশি ৩৩ লক্ষ ডলার থেকে তিনি কত লাভ করেছেন তা সরকারি কোষাগারে জমা দিতে বলেছেন।
ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্পাইনাল অপারেশনের জন্য লং বিচের প্যাসিফিক হাসপাতালের মালিক মাইকেল ডোরবোটের থেকে ওই ৩৩ লক্ষ ডলার ঘুষ নিয়েছিল। বিষয়টি প্রমাণিত হওয়ার পরেই ২০২১ সালের মে মাস থেকে ফেডারেল কাস্টডিতে রাখা হয়েছিল তাঁকে। এরপর ২০২২ সালের ১ সেপ্টেম্বর চিকিৎসার মতো পরিবেষামূলক কাজে প্রতারণা ও অসৎ পথ ব্যবহার করে টাকা রোজগার করার জন্য একটি আদালত লোকেশকে দোষীসাবস্ত্য করে। তবে শুধু লোকেশকেই এর জন্য একা শাস্তি পেতে হয়নি। ২০১৮ সালে মানুষকে প্রতারণা করে স্পাইনাল অপারেশন করানোর জন্য বাধ্য করায় হাসপাতালের মালিক ডোরোবটকে ৬৩ মাসের জেল দেওয়া হয়েছিল।