India: ক্যালিফোর্নিয়ায় স্বামী নারায়ণ মন্দিরে হামলা, কড়া প্রতিক্রিয়া জানাল ভারত
গত ২৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় স্বামী নারায়ম মন্দিরের সামনে স্লোগানবাজি শুরু হয়। সেখানে 'হিন্দুরা ফিরে যাও' বলে দেওয়া হয় স্লোগান। নিউ ইয়র্কে একটি মন্দির ভাঙচুরের পরপরই ক্যালিফোর্নিয়ায় স্বামী নারায়ণ মন্দিরের ঘটনা সামনে আসে।
দিল্লি, ২৭ সেপ্টেম্বর: ক্যালিফোর্নিয়ায় (California) স্বামী নারায়ণ মন্দিরে ( BAPS) দুষ্কৃতী হামলা চালানোর ঘটনায় কড়া নিন্দা করল ভারত (India) । সান ফ্র্যান্সিসকোয় যে ভারতীয় আধিকারিক রয়েছেন, তাঁর তরফে স্বামী নায়ারণ মন্দিরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানানো হয়। পাশাপাশি কে বা কারা এই ঘটনায় যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলেও জানানো হয় ভারতের তরফে। দুষ্কৃতীদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার করা হয়, সে বিষয়ে দাবি জানানো হয় ভারতের তরফে।
গত ২৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় স্বামী নারায়ম মন্দিরের সামনে স্লোগানবাজি শুরু হয়। সেখানে 'হিন্দুরা ফিরে যাও' বলে দেওয়া হয় স্লোগান। নিউ ইয়র্কে একটি মন্দির ভাঙচুরের পরপরই ক্যালিফোর্নিয়ায় স্বামী নারায়ণ মন্দিরের ঘটনা সামনে আসে। যা নিয়ে চড়তে শুরু করে উত্তেজনার পারদ।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গ রাষ্ট্রসংঘের বৈঠকের জেরে (UNGA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বিদেশমন্ত্রী এস জশঙ্কর (S Jaishankar) মার্কিন মুলুকে গেলে, তার পরপরই এই ঘটনা প্রকাশ্যে আসে।