Diwali Celebration 2024: দীপাবলি উদযাপন বাতিল করল কানাডা, 'অসংবেদনশালী' বলে তোপ দাগলেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা

কানাডায় বসবাসকারী ভারতীয়রা অভিযোগ করেন, তাঁদের না জানিয়েই দীপাবলি উৎসব বাতিলের মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা একেবারেই বাঞ্ছনীয় নয়। কানাডার বিরোধী দলনেতা যা করেছেন, তা অসংবেদনশীল বলেও জোরদার তোপ দাগা হয় সে দেশে বসবাসকারী ভারতীয়দের তরফে।

Diwali (Photo Credit: Latestly)

দিল্লি, ৩০ অক্টোবর: খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ উর্দ্ধমুখী। খালিস্তানিপন্থীদের (Khalistani) নিশানা করছে ভারত এবং এর পিছনে ভারতের (India) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত রয়েছে বলে অভিযোগ করা হয় কানাডার (Canada) তরফে। কানাডার উপবিদেশমন্ত্রীর এই অভিযোগ নিয়ে ফের দিল্লির সঙ্গে ওট্টাওয়ার উত্তাপ বাড়ছে। যদিও ভারতের তরফে সমস্ত অভিযোগ খারিজ করা হয়। সেই সঙ্গে এই অভিযোগকে ভিত্তিহীন বলেও স্পষ্ট জানানো হয়। খালিস্তানি ইস্যুতে ফের ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক রসায়ন প্রশ্ন চিহ্নের মুখে পড়লে, দীপাবলির (Diwali 2024) উৎসব বাতিল করলেন সে দেশের বিরোধী নেতা পিয়েরে পলিয়েভার। কেন পিরে দীপাবলি উৎসব বাতিল করলেন, সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে কানাডার বিরোধী দলনেতা যা করলেন, তারপর সে দেশে বসবাসকারী ভারতীয়দের তরফে উষ্মা প্রকাশ করা হয়।

আরও পড়ুন:  India-Canada Row: খালিস্তানিদের 'টার্গেট' করা হচ্ছে অমিত শাহের মদতে, অভিযোগ কানাডার

কানাডায় বসবাসকারী ভারতীয়রা অভিযোগ করেন, তাঁদের না জানিয়েই দীপাবলি উৎসব বাতিলের মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা একেবারেই বাঞ্ছনীয় নয়। কানাডার বিরোধী দলনেতা যা করেছেন, তা অসংবেদনশীল বলেও জোরদার তোপ দাগা হয় সে দেশে বসবাসকারী ভারতীয়দের তরফে।

প্রসঙ্গত ৩০ অক্টোবরই কানাডায় ভারতীয়দের দীপাবলি উদযাপন করার কথা ছিল। তেমনই এক অনুষ্ঠানে কানাডার বিরোধী দলনেতার হাজির হওয়ার কথা ছিল বলে জানা যায়। যা বাতিল করে দেওয়া হয় শেষ মুহূর্তে।



@endif