Hurricane Beryl: ভয়াবহ ঝড়, হারিকেন বেরিলে প্রায় লন্ডভন্ড বার্বাডোজ, এখনও আটকে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল, দেখুন ভিডিয়ো

Hurricane Beryl (Photo Credit: Twitter)

হারিকেন বেরিল-এ (Hurricane Beryl) প্রায় লন্ডভন্ড বার্বাডোজের বহু অংশ। স্টেজ ফোর হারিকেনের জেরে বিদ্যুৎ সরবারহ থেকে শুরু করে জল, সবকিছুই প্রায় বন্ধ বার্বাডোজের (Barbados) কারিকু এবং ইউনিয়ন দ্বীপে। আইসিসি টি ২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এখনও দেশে ফিরতে পারেনি। তার আগে বার্বাডোজেই আটকে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। ক্রিকেট দলের পাশাপাশি ভারতের একাধিক সাংবাদিকও বার্বাডোজে আটকে পড়েছেন। ফলে বেরিল নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে।

দেখুন কী পরিস্থিতি বার্বাডোজে...

 

হারিকেন বেরিলের জেরে সমুদ্র কার্যত ফুঁসতে শুরু করেছে...

 

উত্তাল সমুদ্রে ডুবছে জাহাজ...