Happiest country Of The World: জানেন কি ‌বিশ্বের সবচেয়ে সুখি দেশ কোনটি?‌

সুখ কাকে বলে?‌ একথা যে কাউকে জিজ্ঞাসা করলে তাঁর চোখের সামনে ভেসে ওঠে রাশি রাশি স্বপ্ন।

বিশ্বের সুথিতম দেশ

৭ মে,২০১৯: সুখ কাকে বলে?‌ একথা যে কাউকে জিজ্ঞাসা করলে তাঁর চোখের সামনে ভেসে ওঠে রাশি রাশি স্বপ্ন। যেখানে দুঃখ বলে কোনও কিছু থাকবে না। থাকবে না কোনও চিন্তা। সবসময় আনন্দে কাটানো যাবে। এমন কোনও জায়গায় অস্তিত্ব কি সত্যিই পৃথিবীতে (Earth)আছে?‌ এ প্রশ্নের একটাই উত্তর ডেনমার্ক(Denmark)। আপনার সুখে থাকার যাবতীয় বিবরণ মিলে যাবে এখানে এলে। সেকারণেই টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখি দেশের শিরোপা পেয়ে আসছে ডেনমার্ক।

খুব অল্প সংখ্যক লোকের বাস এই দেশে। যে যার মত থাকেন তাঁরা। রোজগার থেকে চিকিৎসা কোনও কিছুরই চিন্তা করতে হয় না দেশের বাসিন্দাদের। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা একেবারেই বিনামূল্যে পান তাঁরা। এখানবার প্রবীণদের অবসর ভাতা বা পেনসন বিশ্বের যেকোনও দেশের থেকে উন্নতমানের। অর্থাৎ বৃদ্ধ বয়সের মূল চিন্তাটাই এখানকার বাসিন্দাদের করতে হয় না। এখানেই শেষ নয় নিজেদের এই অবস্থান বজায় রাখতে এই দেশের বাসিন্দারা নিয়মিত কর প্রদান করেন। তাতে কোনও কারচুপি আজ পর্যন্ত হয়নি। এক কথায় সুখি জীবন বলতে মানুষ যা কল্পনা করে থাকেন তার সব উপকরণ এই দেশে রয়েছে।