IPL Auction 2025 Live

COVID Positive Nepal Former King and Queen: কুম্ভমেলা থেকে ফিরে সস্ত্রীক করোনা আক্রান্ত নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র

কুম্ভমেলা থেকে ফেরার পর করোনায় (COVID-19) আক্রান্ত হলেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর মিলেছে। স্ত্রী কোমল শাহকে সঙ্গে নিয়ে গত রবিবার ভারত থেকে নেপালে ফেরেন জ্ঞানেন্দ্র শাহ। দেশে ফিরতেই তাঁদের অত্যাবশ্যক কোভিড-১৯ টেস্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। টেস্ট রিপোর্টে দেখা গেছে সস্ত্রীক করোনায় আক্রান্ত নেপালের প্রাক্তন রাজা।

রাজা জ্ঞানেন্দ্র (Photo Credits: IANS)

কাঠমান্ডু, ২০ এপ্রিল: কুম্ভমেলা থেকে ফেরার পর করোনায় (COVID-19) আক্রান্ত হলেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর মিলেছে। স্ত্রী কোমল শাহকে সঙ্গে নিয়ে গত রবিবার ভারত থেকে নেপালে ফেরেন জ্ঞানেন্দ্র শাহ। দেশে ফিরতেই তাঁদের অত্যাবশ্যক কোভিড-১৯ টেস্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। টেস্ট রিপোর্টে দেখা গেছে সস্ত্রীক করোনায় আক্রান্ত নেপালের প্রাক্তন রাজা। এখন দুজনেই নিভৃতবাসে রয়েছেন। দ্রুত ছড়াচ্ছে করোনা তার প্রমাণও মিলেছে। গত ৮ এপ্রিল কুম্ভমেলায় আসার জন্য যখন তাঁর নেপাল থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন তখনও দুজনের কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল। চলতি বছরে হরিদ্বার মহাকুম্ভের বিশেষ কমিটি নেপালের প্রাক্তন রাজাকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিল। আরও পড়ুন-Britain: মহামারীর কোপ, ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করল ব্রিটেন

গত ১২ এপ্রিল কুম্ভমেলার শাহী স্নানের প্রধান অতিথি হয়েছিলেন জ্ঞানেন্দ্র শাহ। কুম্ভমেলা ছাড়াও বাবা রামদেবের পতঞ্জলি যোগাপীঠেও যান জ্ঞানেন্দ্র শাহ ও তাঁর স্ত্রী। দক্ষিণাকালীর মন্দিরে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর কৈলাসানন্দ গিরি মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সাধুদের এক সমাবেসে হিন্দু ধর্মের গুরুত্ব নিয়ে বক্তব্যও রাখেন জ্ঞানেন্দ্র শাহ। কুম্ভমেলা উপলক্ষে এই প্রথম হরিদ্বার দর্শনে আসনে নেপালের প্রাক্তন রাজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত এক মেসেজ বার্তায় নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে অভ্যর্থনা জানান।