Copenhagen Stock Exchange Fire: কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

পেইন্টিংগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে বিল্ডিং থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Fire Breaks Out in Copenhagen (Photo Credit: X)

নয়াদিল্লি: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের (Copenhagen) ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জে ভবনে (Stock Exchange building) মঙ্গলবার আগুন লেগেছে। আগুন এতটাই ভয়াবহ যে ভবনের ছাদ ধসে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের লাইভ ভিডিওতে দেখা গিয়েছে  লোকজন বড় বড় পেইন্টিংগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে বিল্ডিং থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: Bangladesh Accident: নববর্ষের আমেজের মাঝে বাংলাদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ১৩ পার

কোপেনহেগেনের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জ্যাকব ভেদস্টেড অ্যান্ডারসন জানিয়েছেন, ছাদের কিছু অংশ ধসে পড়েছে এবং আগুন ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দেখুন ভিডিও

জানা গিয়েছে, রয়্যাল লাইফ গার্ডস সেনা ইউনিটের প্রায় ৯০ জন সদস্য মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন।



@endif