Quit Smoking: ধূমপান ছাড়লেই ২০ হাজার, অন্তঃসত্ত্বা মহিলারা পাবেন ৪০ হাজার, ঘোষণা
কোনও অন্তঃসত্ত্বা মহিলা ধূমপান ছাড়লে তাঁকে ৪০ হাজার করে দেওয়া হবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়। ধূমপান যাতে কোনওভাবে মানুষকে নেশার জালে জড়িয়ে রাখতে না পারে, তারজন্যই এই সিদ্ধান্ত।
ধূমপান ছাড়তে এবার নয়া পরিকল্পনা করল ইংল্যান্ডের পূর্ব চেশায়ার শহর। অর্থ দিয়ে ধূমপান ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে ইংল্যান্ডের চেশায়ার শহরে। ধূমপান ছাড়লে ২০ হাজার করে দেওয়া হচ্ছে। ১২ সপ্তাহের মধ্য ধূমপান ছাড়তে পারলে, সেই ব্যক্তিকে প্রশাসনের তরফে ২০ হাজার করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে কোনও অন্তঃসত্ত্বা মহিলা ধূমপান ছাড়লে তাঁকে ৪০ হাজার করে দেওয়া হবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়। ধূমপান যাতে কোনওভাবে মানুষকে নেশার জালে জড়িয়ে রাখতে না পারে, তারজন্যই চেশায়ার পূর্ব শহর প্রশাসনের তরফে করা হয়েছে এই পরিকল্পনা।
আরও পড়ুন: Nupur Sharma: মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য, বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে হুমকি জঙ্গিদের
সম্প্রতি চেশায়ার শহরে একটি সমীক্ষা চালানো হয়। যেখানে জানানো হয়, ওই শহরের মোট জনসংখ্যার ১০.৫ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত। অন্যদিকে অন্তঃসত্ত্বা মহিলাদের ১০.৮ শতাংশ ধূমপানে আসক্ত বলে ওই পরিসংখ্যানে প্রকাশ করা হয়। ফলে চেশায়ার শহরের মানুষকে ধূমপান ছাড়াতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে।