Egypt: মিশরের আসওয়ান শহরে বিছের তাণ্ডব, মৃত্যু ৩ জনের, আহত প্রায় ৫০০

মিশরের (Egypt) দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে (Aswan) বিছের (Scorpions) কামড়ে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জনের বেশি মানুষ। শক্তিশালী ঝড়ের পরই বনাঞ্চল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে বিছের দল। ঢুকে পড়ে ঘরবাড়িতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টির পর জলে ভেসে লোকালয়ে পৌঁছায় বিছের দল। এরপর আক্রমণ শুরু করে তারা।

Scorpions

কাইরো, ১৪ নভেম্বর: মিশরের (Egypt) দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে (Aswan) বিছের (Scorpions) কামড়ে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জনের বেশি মানুষ। শক্তিশালী ঝড়ের পরই বনাঞ্চল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে বিছের দল। ঢুকে পড়ে ঘরবাড়িতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টির পর জলে ভেসে লোকালয়ে পৌঁছায় বিছের দল। এরপর আক্রমণ শুরু করে তারা।

এ ঘটনার পর দেশটির এক স্বাস্থ্য কর্তা মিসরের আল-আহরাম সংবাদসংস্থাকে জানান, মরুভূমি ও পার্বত্য অঞ্চলের গ্রামগুলিতে বেশি করে অ্যান্টি-ভেনম টিকা পাঠানো হয়েছে। অঞ্চলের বাসিন্দাদের বাড়িতেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: S-400 Missile Systems: ভারতকে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করা শুরু হয়েছে: রাশিয়া

মিশর চর্বিযুক্ত লেজবিশিষ্ট বিছের সবচেয়ে বেশি বাসস্থান। এই বিছের কালো চর্বিযুক্ত লেজের বিষক্রিয়া মানুষের শরীরে কমপক্ষে ১২ ঘণ্টা সক্রিয় থাকতে পারে। এছাড়াও এক ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে একজন মানুষের। ছাড়াও শ্বাস-প্রশাস নিতে অসুবিধা, পেশী কাঁপা এবং মাথার অস্বাভাবিক নড়াচড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।



@endif