Chile Wildfire: ভয়াবহ দাবানলে চিলিতে দাউ দাউ করে জ্বলছে একের পর এক জমি, মৃতের সংখ্যা বেড়ে ১১২ জন
ভয়াবহ দাবানলে চিলিতে মৃতের সংখ্য ১১২ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
নয়াদিল্লি: ভয়াবহ দাবানলে চিলি (Chile)-তে মৃতের সংখ্য ১১২ জনে পৌঁছেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ (President Gabriel Boric)-র আশঙ্কা, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়বে। গত দু’দিন ধরে ভয়াবহ দাবানল (Chile Wildfire) ছড়িয়ে পড়ে মধ্য ও দক্ষিণ চিলির বিশাল এলাকায়। ৪০টি এলাকায় এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কারণেই চিলিতে দাবানল ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ( ১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে।
আরও পড়ুন: Chile Fire : ভয়াবহ দাবানলে চিলিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯
ন্যাশনাল ডিজাস্টার সার্ভিস সেনাপ্রেডের মতে, রবিবারের মধ্যে মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায় ২৬,০০০ হেক্টর (৬৪,০০০ একর) পুড়ে গিয়েছে। সূত্রে খবর, ৩১টি হেলিকপ্টার, ১৪০০ জন দমকলকর্মী ও ১৩০০ জন সেনা জওয়ান উদ্ধারকাজ চালিয়ে জাচ্ছেন।