Covid-19: গত বছর মার্কিন মুলুকে মানুষের মৃত্যুর চতুর্থ বড় কারণ কোভিড

করোনা ভাইরাসে প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মৃত্যু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রথম তিন থেকে নেমে গেল।

Coronavirus (Photo Credit: File Photo)

করোনা ভাইরাসে প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মৃত্যু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রথম তিন থেকে নেমে গেল। মার্কিন রোগ প্রতিরোক্ষ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া তথ্য বলছে, গত বছর আমেরিয়া করোনা হল মানুষের মৃত্যুর পিছনে চতুর্থ বড় কারণ। যেখানে জো বাইডেনের দেশে মৃত্যুর প্রথম তিনটি কারণ হল-১) হার্টের অসুখ, ২) ক্যান্সার, ৩) গাড়ি দুর্ঘটনা ও অতিরিক্ত ড্রাগ সেবনের কারণে দুর্ঘটনা। তারপরে থাকল কোভিডে মৃত্যু।

আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ গত বছরেও হৃদরোগে আক্রান্ত হওয়া। ২০২২ সালে আমেরিকায় মোট ৬ লক্ষ ৯৯ হাজার ৬৫৯ জন মানুষ হার্ট বা হৃদযন্ত্রজনিত সমস্যার রোগে মারা গিয়েছেন। সেখানে মানুষের মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ ক্যান্সার। কর্কট রোগ বা ক্য়ান্সারের কারণে ২০২২ সালে মার্কিন মুলুকের ৬ লক্ষ ৭ হাজার ৭৯০ জন মানুষ মারা গিয়েছেন।

২০২২ সালে আমেরিকায় মানুষ মৃত্যুর তৃতীয় কারণ হল অনিচ্ছাকৃত মৃত্যু ( (অতিরিক্ত ওষুধের ব্য়বহার এবং গাড়ি দুর্ঘটনা)। এই কারণে গত বছর সেখানে মারা গিয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ৬৪ জন। সেখানে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমেরিকায় করোনায় প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মারা গিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭০২ জন।