China On Uyghurs: অমানবিক! ঈদের সময় উইঘুর মুসলিমদের মসজিদ ও ঘরে নামাজ পড়তে দেয়নি চিন

চিনে দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর অকথ্য অত্যাচার হয়ে আসছে। বিভিন্ন ভাবে তাঁদের কোণঠাসা করে রাখার পাশাপাশি ধর্মাচরণ করতেও দেওয়া হয় না বলে অভিযোগ বেজিংয়ের শাসকদের বিরুদ্ধে।

Photo Credits: IANS

বেজিং: চিনে (China) দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলিম সম্প্রদায়ের (Uyghur Muslim Community) মানুষদের উপর অকথ্য অত্যাচার হয়ে আসছে। বিভিন্ন ভাবে তাঁদের কোণঠাসা করে রাখার পাশাপাশি ধর্মাচরণ করতেও দেওয়া হয় না বলে অভিযোগ বেজিংয়ের শাসকদের বিরুদ্ধে। এবার জানা গেল, জিনজিয়াং প্রদেশের জিনজিয়াং উইঘুর স্বশাসিত অঞ্চলে (Xinjiang Uyghur Autonomous Region) বসবাসকারী উইঘুর মুসলিমদের পবিত্র ঈদ-উল-ফিতরের (Eid al-Fitr) ছুটির সময় মসজিদ (mosques) গিয়ে বা এমনকী বাড়িতেই (homes) নামাজ (praying) পড়তে দেওয়া হয়নি।

এপ্রসঙ্গে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা জানিয়েছেন যে ঈদ-উল-ফিতরের ছুটির সময় উইঘুর সম্প্রদায়ের মানুষদের মসজিদে গিয়ে বা বাড়িতে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা (banned) জারি করেছিল চিনের শাসকরা। জিনজিয়াং উইঘুর স্বশাসিত অঞ্চলের বেশিরভাগ জায়গায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর ফলে প্রবল ইচ্ছা থাকলেও পবিত্র রমজান মাসের (Islamic holy month of Ramadan) শেষ হওয়ার পর ঈদ-উল-ফিতরের নামাজ পড়তে পারেননি ওই অঞ্চলগুলিতে বসবাসকারী উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এই নিয়ে প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। উলটে অত্যাচারের শিকার হতে হয়েছে। আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা, দাউ দাউ করে জ্বলছে ইউক্রেনের বাড়িঘর, দেখুন ভিডিয়ো