Britain: মহামারীর কোপ, ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করল ব্রিটেন
করোনার কাঁটায় বিদ্ধ ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতীয়দের লাল তালিকাভুক্ত করল ব্রিটেন। এই আবহে এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক।
লন্ডন, ২০ এ্রপ্রিল: করোনার কাঁটায় বিদ্ধ ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতীয়দের লাল তালিকাভুক্ত করল ব্রিটেন। এই আবহে এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারত থেকে কোনও আইরিশ তথা ব্রিটিশ নাগরিকেরা সে দেশে গেলে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। যদিও ভারতের উপর এই নিষেধাজ্ঞা চলাকালীন ওই নাগরিকেরা ব্রিটেনে পা রাখলে তাঁদের মোটা অঙ্কের অর্থ খরচ করে বাধ্যতামূলক ভাবে ১০ দিনের কোয়রান্টাইনে থাকতে হবে। করোনাকালে প্রথমে প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার সে দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপাল ব্রিটেন। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে। আরও পড়ুন-Rahul Gandhi COVID-19 Infected: করোনা আক্রান্ত রাহুল গান্ধী, রয়েছে মৃদু উপসর্গ
জানা গেছে, সোমবার ব্রিটেনের পার্লামেন্টের নিম্ন কক্ষে দাঁড়িয়ে এই ঘোষণা করেন সেদেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। তবে ভারত শুধু একা নয় এর অনেক আগেই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের উপরেও ব্রিটেনে আসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। ব্রিটেনেও করোনা বাড়ছে। সুপার স্প্রেডার ব্রিটেন স্ট্রেনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মিউট্যান্ট স্ট্রেনও ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। দিনে দিনে সংক্রামিতর সংখ্যা বেড়েই চলেছে। এরপরই বেশ কয়েকটা দেশকে লাল তালিকাভুক্ত করে ইংল্যান্ড। মূল সংক্রণ রুখতেই এই সিদ্ধান্ত। সেই তালিকায় পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স ও কেনিয়া ছিল। এবার লাল তালিকাভুক্ত হল ভারতও।