Sheikh Hasina: হিন্দন এয়ারবেস থেকে ওড়া চপারে ছিলেন না হাসিনা, তবে কোথায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?
রিপোর্টে প্রকাশ, ভারতে আসার পর শেখ হাসিনা বর্তমানে সেফ হাউসে রয়েছেন। অর্থাৎ নিরাপত্তায় মোড়া জায়গায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতে থেকেই ব্রিটেনের একাধিক প্রশাসনিক কর্তার সঙ্গে যোগাযোগ করছেন হাসিনা।
দিল্লি, ৬ অগাস্ট: গাজিয়াবদের (Gaziabad) হিন্দন এয়ারবেস (Hindon Airbase) থেকে উড়ে যায় শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে আসা চপার। C-130 নামে হাসিনাকে নিয়ে আসা সেনা চপারটি হিন্দন বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ে গেলেও, সেখানে ছিলেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে আসা ৭ সেনা অফিসার ওই চপারে করে হিন্দন থেকে চলে গেলেও, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেখানে ছিলেন না। তাহলে শেখ হাসিনা এখন কোথায়?
রিপোর্টে প্রকাশ, ভারতে আসার পর শেখ হাসিনা বর্তমানে 'সেফ হাউসে' রয়েছেন। অর্থাৎ নিরাপত্তায় মোড়া জায়গায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতে (India) থেকেই ব্রিটেনের একাধিক প্রশাসনিক কর্তার সঙ্গে যোগাযোগ করছেন হাসিনা। ব্রিটেনে যাতে রাজনৈতিক আশ্রয় হাসিনাকে দেওয়া হয়, সে বিষয় আলোচনা চলছে বলে খবর।
এদিকে হাসিনা ভারতে আসতেই, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতরাতের বৈঠকর পর মঙ্গলবার ফের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে র্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে বিজেপি-সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাংলাদেশ ইস্যুতে গোটা বিষয়টি বুঝিয়ে বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শোনা যাচ্ছে, কন্যা সাইমা ওয়াজদের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। রাষ্ট্রসংঘে কর্মরত হাসিনা-কন্যা সাইমা। মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে শেখ হাসিনা ব্রিটেনের উদ্দেশে উড়ে যেতে পারেন বলে খবর।