Bangladesh Unrest: বাংলাদেশে আসতে পারে 'আরব বসন্ত', শেখ হাসিনার সরকারকে আগেই সতর্ক করে রাশিয়া
যদিও রাশিয়ার সতর্কতা কার্যত কানে তোলেনি ঢাকা। ফলে বাংলাদেশে ক্রমাগত ছাত্রদের কোটা বিরোধী বিক্ষোভ যেমন শুরু হয়, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও সে দেশের বহু মানুষ ফুঁসতে শুরু করেন।
ঢাকা, ৯ অগাস্ট: 'আরব বসন্ত' আসতে চলেছে বাংলাদেশে (Bangladesh)। গত নভেম্বরে ঢাকাকে এভাবেই সতর্ক করা হয় মস্কোর (Moscow) তরফে। যদিও রাশিয়ার (Russia) সতর্কতা কার্যত কানে তোলেনি ঢাকা (Dhaka)। ফলে বাংলাদেশে ক্রমাগত ছাত্রদের কোটা বিরোধী বিক্ষোভ যেমন শুরু হয়, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও সে দেশের বহু মানুষ ফুঁসতে শুরু করেন। যার ফল গত সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতের নিরাপদ আশ্রয় রয়েছেন মুজিব-কন্যা।
আরও পড়ুন: Bangladesh Unrest: 'যদি আমাদের শত্রুকে..', ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় 'বিরক্ত' খালেদার দল
শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে পুঞ্জীভূত বিক্ষোভ দেখা দিতে পারে। এমন সতর্কতা রাশিয়ার তরফে দেওয়া হলেও, এবার মস্কো সৌজন্যর বার্তা দেওয়া হয়। বাংলাদেশের দায়িত্বপ্রাপত সরকারের প্রদান মুখ হিসেবে মহম্মদ ইউনুস শপথ নেওয়ার পরপরই রাশিয়ার তরফে সৌজন্যের বার্তা দেওয়া হয়।