Bangladesh Durga Puja Violence: বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলা, সংখ্যালঘুদের উপর হামলায় গ্রেফতার দ্বিতীয় চক্রী
ঢাকার বাইরে গাজিপুর থেকে সৈকত মণ্ডলকে গ্রেফতার করা হয়। র্যাব গ্রেফতার করে সৈকত মণ্ডলকে। র্যাবের তরফে জানানো হয়েছে, ফেসবুক লাইভের মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করতে শুরু করে সৈকত মণ্ডল।
ঢাকা, ২৩ অক্টোবর: বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৈকত মণ্ডল। বছর ৩০-এর সৈকত বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় অন্যতম মূল চক্রী বলে খবর পুলিশ সূত্রে।
ঢাকার বাইরে গাজিপুর থেকে সৈকত মণ্ডলকে গ্রেফতার করা হয়। র্যাব গ্রেফতার করে সৈকত মণ্ডলকে। র্যাবের তরফে জানানো হয়েছে, ফেসবুক লাইভের মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করতে শুরু করে সৈকত মণ্ডল। সন্দেহ দানা বাঁধতে শুরু করায়, খোঁজ চালিয়ে গাজিপুর থেকে গ্রেফতার করা হয় বছর ৩০-এর ওই ব্যক্তিকে।
আরও পড়ুন: Bangladesh Violence: বাংলাদেশের হাজিগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় ধৃত জামাত নেতা
১৬ এবং ১৭ অক্টোবর বাংলাদেশে হিন্দু মন্দিরে হহামলার ঘটনায় এর আগে কামাল উদ্দিন আব্বাসি নামে এক জামাত নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় ইকবাল হোসেনকেও। কক্সবাজার থেকে এই মানসিক ভারলসাম্যহীন যুবককে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত কুমিল্লায় দুর্গা পুজোর মণ্ডপে কোরআন রেখে আসার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হ.য় ইকবাল হোসেনকে।