#All Eyes on Hindus: হ্যাশট্যাগ ট্রেন্ডে বাংলাদেশের সঙ্কটে হিন্দুদের দিকে নজর
বাংলাদেশের যত্রতত্র হিন্দুদের মারধর করা হচ্ছে। মন্দির ভাঙচুর করা থেকে শুরু করে ভাস্কর্য ও মূর্তি ধ্বংস করা, হিন্দুদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে। সেই রেশ এসে পড়েছে ভারতেও।
পদ্মপারের শান্ত দেশটাকে যেন অশান্তি গিলে খাচ্ছে। সে দেশের পড়ুয়াদের কোটা বিরোধী আন্দোলন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। পড়ুয়াদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ এসে সামিল হয় গণআন্দোলনে। চাপে পরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গা ঢাকা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপর বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। তবে বাংলাদেশের সঙ্কট (Bangladesh Criss) পরিস্থিতি এখনও কাটেনি। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দুদের (Bangladeshi Hindu) লক্ষ্য করে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। যার জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে AllEyesOnHindusInBangladesh হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ছে। ঠিক যেমনটা হয়েছিল ইজরায়েল এবং গাজা সংঘাতের সময়ে। #AllEyesOnRafah প্রতিধ্বনি শোনা গিয়েছিল সমাজমাধ্যম জুড়ে।
আরও পড়ুনঃ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছিল হাসিনার প্রিয় পার্সি বিড়ালটি, কীভাবে গণভবনে ফিরল সেই পোষ্য?
সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই বাংলাদেশ জুড়ে এক চরম অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে থাকে, সে দেশের সংখ্যালঘু হিন্দুদের 'টার্গেট' করা হচ্ছে। জামায়াত-ই-ইসলামীর মতো চরমপন্থী মুসলিম সংগঠনগুলো হিন্দুদের উপর অত্যাচার চালাছে। যত্রতত্র হিন্দুদের মারধর করা হচ্ছে। মন্দির ভাঙচুর করা থেকে শুরু করে ভাস্কর্য ও মূর্তি ধ্বংস করা, হিন্দুদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে। সেই রেশ এসে পড়েছে ভারতেও। বাংলাদেশি হিন্দু (Bangladeshi Hindu) সন্দেহ করে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মুসলিমদের মারধর চালাতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দৌলতে সেই সমস্ত ঘটনা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
এমন এক রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আন্তর্জাতিক স্তরে আশঙ্কা বাড়ছে। বাংলাদেশে হিন্দুদের (Bangladeshi Hindu) সুরক্ষার দাবিতে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বিশ্বব্যাপী সমাবেশ চলছে। সোশ্যাল মিডিয়ায় #SaveHindusInBangladesh স্লোগান ছড়িয়ে পড়েছে। একটি রিপোর্টের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ৫২টি জেলা জুড়ে ২০০টির বেশি হিংসাত্মক ঘটনা গত কয়েকদিনে ঘটেছে। অশান্তির জেরে নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে মরিয়া হয়েছেন বহু বাংলাদেশি হিন্দু। এমতাবস্থায় জাতিসঙ্ঘের তরফে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ তাঁদের মাতৃভূমি। তাঁরা কেন দেশ ছেড়ে অন্যত্র যাবেন।