Anju-Nasrullah: অপেক্ষায় স্বামী, সন্তান, ইসলাম গ্রহণ করে পাকিস্তানের নাসরুল্লাকে বিয়ে করলেন অঞ্জু; হলেন ফাতিমা

সম্প্রতি স্বামী, সন্তান এবং সংসার ছেড়ে রাজস্থান থেকে পাকিস্তানে পাড়ি দেন অঞ্জু। উত্তরপ্রদেশের বাসিন্দা গয়া প্রসাদের মেয়ে অঞ্জু পাকিস্তানে পাড়ি দিতেই, তাঁর সঙ্গে কোনও ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেন ওই মহিলার বাবা।

Anju Rafael Becomes Fatima (Photo Credit: Twitter)

দিল্লি, ২৬ জুলাই: স্বামী অরবিন্দ যতই দুই সন্তানকে নিয়ে অপেক্ষা করুন না কেন, রাজস্থানের আলওয়ারে ফিরলেন না অঞ্জু। পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় গিয়ে,সেখান থেকে ফেসবুকে পরিচিত প্রেমিক নাসরুল্লার হাত ধরেন অঞ্জু। এরপর অঞ্জু এবং নাসরুল্লার বিয়ের আগের ফটোশ্যুট যেমন ভাইরাল, তারপরই আসে বড় খবর। পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেন, পাকিস্তানে গিয়ে প্রেমিক নাসরুল্লাকে বিয়ে করেছেন অঞ্জু। ইসলাম গ্রহণের পর অঞ্জুর নাম পালটে হয়েছে ফাতিমা। নয়া নাম ধারণ করেই নাসরুল্লাকে নিকাহ করেন ভারতের অঞ্জু রাফায়েল। দেখুন নাসরুল্লাকে বিয়ের পর ফাতিমা অর্থাৎ অঞ্জুর বিয়ের পরের ভিডিয়ো...

 

সম্প্রতি স্বামী, সন্তান এবং সংসার ছেড়ে রাজস্থান থেকে পাকিস্তানে পাড়ি দেন অঞ্জু। উত্তরপ্রদেশের বাসিন্দা গয়া প্রসাদের মেয়ে অঞ্জু পাকিস্তানে পাড়ি দিতেই, তাঁর সঙ্গে কোনও ধরনের সম্পর্ক  নেই বলে দাবি করেন ওই মহিলার বাবা।

তবে বাবা যা-ই বলুন না কেন, স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন অঞ্জুর স্বামী।  এমনকী, সমস্ত নথি-সহ অঞ্জুকে যাতে ভারতে ফিরিয়ে আনা হয়, সে বিষয়ে ভারত সরকারের কাছে আবেদনও করেন অরবিন্দ। কিন্তু স্বামী, সন্তানরা অপেক্ষা করলেও, পাকিস্তানে গিয়ে প্রেমিক নাসরুল্লাকে বিয়ে করেন ভারতের অঞ্জু।

 



@endif