Anju-Nasrulla Case: ভারতে ফিরবেন না? ধর্ম পালটে নাসরুল্লাকে বিয়ে করে পাকিস্তানেই থাকছেন অঞ্জু?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অঞ্জু নাকি ভারতে ফিরতে সংকোচ করছেন। ইসলাম গ্রহণ করেছেন তিনি। ফলে পরিবার এবং সমাজ যদি তাঁকে প্রত্যাখান করে, সেই ভয়েই অঞ্জু ভারতে ফিরতে পিছিয়ে যাচ্ছেন বলে রিপোর্টে প্রকাশ।

Anju Rafael (Photo Credit: File Photo)

দিল্লি, ২৮ জুলাই: পাকিস্তানে গিয়েছেন বন্ধু নাসরুল্লার টানে। ফেসবুকের বন্ধু নাসরুল্লার সঙ্গে দেখা করতে ভিসা করিয়ে রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় পাড়ি দেন অঞ্জু রাফায়েল নামে এক গৃহবধূ। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।  অঞ্জু ধর্ম পালটে ফাতিমা হয়েছেন এবং বিয়ে করেছেন নাসরুল্লাকে।  এমন খবর প্রকাশ্যে আসতেই পালটা মুখ খোলেন ওই মহিলা।  তিনি দাবি করেন, নাসরুল্লা তাঁর বন্ধু।  আইনিভাবে পাকিস্তানে প্রবেশ করে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন।  নাসরুল্লা এবং তিনি বিয়ে করেননি বলে দাবি করেননি অঞ্জু।  এমন খবরও মেলে।  যা নিয়ে নতুন করে শোরগোল ছড়াতেই এলার প্রকাশ্যে এল নয়া খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অঞ্জু নাকি ভারতে ফিরতে সংকোচ করছেন।  ইসলাম গ্রহণ করেছেন তিনি।  ফলে পরিবার এবং সমাজ যদি তাঁকে প্রত্যাখান করে, সেই ভয়েই অঞ্জু ভারতে ফিরতে পিছিয়ে যাচ্ছেন বলে রিপোর্টে প্রকাশ। ফলে অঞ্জু আপাতত পাকিস্তানেই থাকতে চান বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দাবি করেন বলে রিপোর্টে প্রকাশ।

গত ২১ জুলাই অঞ্জু আলওয়ারে তাঁর স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে ওয়াঘা  সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। জয়পুরে যাচ্ছেন বলে অঞ্জু নিজের পাসপোর্ট, ভিসা নিয়ে ওয়াঘা পেরিয়ে প্রথমে খাইবার পাখতুনওয়ায় যান।  সেখান থেকে লাহোরে যান নাসরুল্লার সঙ্গে দেখা করতে। এরপর থেকে অঞ্জু এবং নাসরুল্লার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে কোথাও অঞ্জুকে ফটোশ্যুট করতে দেখা যায়, আবার কোথাও নাসরুল্লা এবং তাঁর পরিবার এবং বন্ধুদে সঙ্গে খাবার টেবিলে হাজির হতে দেখা যায়। যা নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা।



@endif