Afghanistan: আফগানিস্তানে প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদের খুঁজছে তালিবান, বললেন পালিয়ে আসা সাংবাদিক
কাবুল দখলের পর তালিবান কীভাবে আফগানিস্তানের প্রতিটি বাড়িতে গিয়ে মহিলা এবং মেয়েদের খুঁজছে, সে বিষয়ে ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেন ওই সাংবাদিক৷
কাবুল, ২৫ অগাস্ট: আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতা দখল করেছে তালিবান৷ গত ১৫ অগাস্ট তালিবান (Taliban) কাবুল দখলের পর সে দেশে থেকে পালাতে শুরু করেছেন বহু মানুষ৷ বিশেষ করে মহিলা এবং শিশু৷ আফগানিস্তানে কোনওভাবেই আর থাকতে পারবেন না৷ সেই ভয়েই সেখান থেকে মহিলা (Women) এবং শিশুরা পালাতে শুরু করেছেন বলে খবর৷
তালিবান কাবুল (Kabul) দখলের পর সেখান থেকে পালিয়ে যান বহু সাংবাদিক৷ তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর সাধারণ মানুষের জীবনযাপন পালটে যায় একেবারে৷ সাধারণ আফগানিদের জীবন পালটে যায় ১৮০ ডিগ্রি৷ ফলে সেখান থেকে পালিয়ে যান হোলি ম্যাককি নামের এক সাংবাদিক৷
আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে ৩১ অগাস্টের পর উদ্ধার কাজ বন্ধ করতে হবে আমেরিকাকে, হুমকি তালিবানের
কাবুল দখলের পর তালিবান কীভাবে আফগানিস্তানের প্রতিটি বাড়িতে গিয়ে মহিলা এবং মেয়েদের খুঁজছে, সে বিষয়ে ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেন ওই সাংবাদিক৷ তিনি বলেন, কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে ১৫ বছর কিংবা তার বেশি বয়স, এমন মেয়েদের হন্যে হয়ে খুঁজছে তালিবান৷ ফলে তালিবানের হাত থেকে বাড়ির মেয়েদের রক্ষা করতে আফগানিস্তান ছাড়তে শুরু করেন বহু মানুষ৷