Ethiopia Road AccidenEthiopia Road Accident:বছর শেষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা,নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই ট্রাক, নিহত ৭১
সোজা পড়ে যায় নদীতে। প্রাথমিক ধারণা, ট্রাকটি ওভারলোড ছিল। সেই কারণেই এই ঘটোনা ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ বছর শেষে ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ট্রাক(Truck)। মৃত ৭১। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার (Africa)দেশ ইথিওপিয়ার(Ethiopia) বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে। দক্ষিণ ইথিওপিয়ার সিদামা অঞ্চলে অবস্থিত এই সেতুটি। এই ঘটনায় ৬৮ জন পুরুষ ও ৩ জন মহিলা সহ অন্তত ৭১ জন মারা গিয়েছেন বলে রয়টার্স সূত্রে খবর। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন বহু।
বছরশেষে ভয়ঙ্কর মৃত্যুমিছিল
আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওনও। আহতদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আংশিকভাবে জলে ডুবে থাকা ট্রাকটিকে উদ্ধার করার কাজ চলছে। পুলিশ কমিশনের রিপোর্ট অনুযায়ী, ওই সেতুতে অনেগুলি বাঁক রয়েছে। এরকমই একটি বাঁকে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। সোজা পড়ে যায় নদীতে। প্রাথমিক ধারণা, ট্রাকটি ওভারলোড ছিল। সেই কারণেই এই ঘটোনা ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
বছর শেষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা