Indian Drowns To Reach US From Canada: নদী পেরিয়ে কানাডা থেকে নিউ ইয়র্কে প্রবেশের চেষ্টা, ভেসে গেলেন ৪ ভারতীয়

গত ২ ফেব্রুয়ারি কানাডায় পৌঁছন ওই ৪ ভারতীয়। কানাডায় ওই ৪ জন কি বেড়াতে গিয়েছিলেন না অন্য কোনও উদ্দেশ্যে যান, সে বিষয়ে খোঁজ চলছে বলে জানান গুজরাটের মেহসেনার পুলিশ সুপার।

Boat Capsize In US (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ এপ্রিল: নদী (River) পেরিয়ে কানাডা (Canada) থেকে নিউ ইয়র্কে প্রবেশ করতে গিয়ে মৃত্যু ৪ ভারতীয়র (Indian)। কিউবিক-নিউ ইয়র্ক সীমান্তে সেন্ট লরেন্স নদীতে নৌকাডুবির জেরে ৪ ভারতীয়র মৃত্যু হয়। ৪ জনই গুজরাটের বাসিন্দা। জানা যায়, অবৈধভাবে কানাডা থেকে নিউ ইয়র্কে প্রবেশ করছিলেন ওই ৪ ভারতীয়। সেন্ট লরেন্স নদী পেরিয়ে অবৈধভাবে মার্কিন মুলুকে প্রবেশ করতে গিয়েই গুজরাটের এই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। মা, বাবা এবং দুই সন্তানের সলিল সমাধি হয় সেন্ট লরেন্স নদীতে।

রিপোর্টে প্রকাশ, গত ২ ফেব্রুয়ারি কানাডায় পৌঁছন ওই ৪ ভারতীয়। কানাডায় ওই ৪ জন কি বেড়াতে গিয়েছিলেন না অন্য কোনও উদ্দেশ্যে যান, সে বিষয়ে খোঁজ চলছে বলে জানান গুজরাটের (Gujarat) মেহসেনার পুলিশ সুপার। ভিজিটর ভিসা নিয়েই ওই ৪ জন মাসখানেক আগে কানাডায় পৌঁছন বলে জানা যায়। তারপর হটাৎ করে তাঁদের এই পরিণতি কীভাবে হল, তার খোঁজ শুরু করেছে পুলিশ।