
বাংলাদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার জন্নাত তোহা (Jannat Toha)। তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক নতুন লুকে কিছু ছবি। শহরে একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে ছবি তুলেছেন।সালোয়ার কামিজের ডিজাইন নজরকাড়া । রয়েছে সূক্ষ্ম রঙের সংমিশ্রণে চোখ ধাঁধানো নক্সা।জমকালো প্রিন্ট। সালোয়ারের গায়ে থাকা ফুল ও পেইসলে মোটিফে ফুটে উঠেছে প্রাচ্য শিল্পের ঐতিহ্য। এর সাথে ম্যাচিং ওড়না। অপূর্ব কারুকাজ। মিষ্টি হাসিতে মন জয় করেছেন নেটিজেনদের। ব্যাকগ্রাউন্ড চলছে ‘জোড়ি আবার’ গানটি। মানানসই এই গান নস্টালজিক করে তুলেছে।
বাংলাদেশী ইউটিউবার জন্নাত তোহা । তার পোস্ট করা ভিডিও মানেই আলোড়ন।সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিনই ছবি, রিল পোস্ট করেন তিনি৷ নতুন নতুন পোশাক পরে নাচের মতো বিভিন্ন বিষয়ের উপর ছবি, রিল পোস্ট করেন জান্নাত। জান্নাত তোহার ইউটিউব ভ্লগ দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ারদের। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অগুনতি মানুষ ফলো করে জান্নাত তোহাকে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিতি পেয়েছিলেন জান্নাত তোহা। এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হলেও জান্নাত তোহার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার কারণ এই এমএমএস।