Indians Missing In Kenya: খুন হলেন কেনিয়াতে নিখোঁজ দুই ভারতীয়
কেনিয়াতে নিখোঁজ হওয়া দুই ভারতীয়কে গুলি করে খুন করেছে স্পেশাল সার্ভিস ইউনিটের সদস্যরা। রবিবার এমনটাই জানা গেল কেনিয়ার প্রশাসন। এই বিষয়ে প্রমাণ পাওয়া যেতেই ওই ইউনিটকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো।
কেনিয়া: কেনিয়াতে নিখোঁজ হওয়া দুই ভারতীয়কে গুলি করে খুন করেছে স্পেশাল সার্ভিস ইউনিটের সদস্যরা। রবিবার এমনটাই জানা গেল কেনিয়ার প্রশাসন সূত্রে। এই বিষয়ে প্রমাণ পাওয়া যেতেই ওই ইউনিটকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো।
কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) উইলিয়াম রুটোর (William Ruto) ডিজিটাল প্রচার বিভাগে বেশ দক্ষতার সঙ্গে কাজ করেছেন দুই ভারতীয় জুলফিকার আহমেদ খান (Zulfiqar Ahmed Khan) ও মহম্মদ জাহিদ সামি কিদোওয়াই (Mohammed Zaid Sami Kidwai)। কিন্তু, গত জুলাই মাসের মাঝামাঝি আচমকা নিখোঁজ হয়ে যান ওই দুই ভারতীয়। তাঁদের খোঁজে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি কেনিয়ার আদালতে হেবিয়াস কার্পাসের মামলাও করা হয়। এরপর তদন্তে নেমে প্রশাসন জানতে পারে স্পেশাল সার্ভিস ইউনিটের সদস্যরা কোনও বিচার ছাড়াই তাঁদের খুন করেছে। এই বিষয়ে সত্যতা জানার পরেই কেনিয়ার রাষ্ট্রপতি রুটো ওই বিশেষ ইউনিটকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জুলফিকার আহমেদ খান কেনিয়ার প্রেসিডেন্টের প্রচার বিভাগে কাজ করার আগে বালাজি টেলিফিল্মসের চিফ অপারেটিং অফিসার (Chief Operating Officer) ছিলেন। ছিলেন এইচওওকিউ (HOOQ)-এর ওটিটি (OTT) প্লার্টফর্মের ম্যানেজিং ডায়রেক্টর (Managing Director) এবং ইরোজ নাউয়ের (Eros Now) বিজনেস হেড (Business Head ) ও চিফ রেভেনেউ অফিসার (Chief Revenue Officer)।