West Bengal: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি জীবনতলায়, গুরুতর জখম অবস্থায় ভর্তি SSKM-এ
দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা (Jibantala) য় তৃণমূল (TMC) নেতা ইসমাইল শেখ-কে তাঁর বাড়ির সামনেই গুলি চালাল দুষ্কতীরা। গুরুতর জখম তৃণমূল নেতাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূলের দাবি, এলাকায় প্রভাব বিস্তার করতে ভয়ের পরিবেশ তৈরি করতেই বিজেপি ইসলামকে শেখকে খুনের চক্রান্ত করেছে। বিজেপি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা (Jibantala)-য় তৃণমূল (TMC) নেতা ইসমাইল শেখ-কে তাঁর বাড়ির সামনেই গুলি চালাল দুষ্কতীরা। গুরুতর জখম তৃণমূল নেতাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূলের দাবি, এলাকায় প্রভাব বিস্তার করতে ভয়ের পরিবেশ তৈরি করতেই ৩০ বছরের তৃণমূল নেতা ইসলামকে শেখকে খুনের চক্রান্ত করেছে বিজেপি। বিজেপি অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংবাদমাধ্যমে প্রকাশ, রাত নটা নাগাদ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন জীবনতলার কালিকাতলার বাসিন্দা ও এলাকার তৃণমূল নেতা ইসমাইল শেখ। হাঁটতে হাঁটতে এসে ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের ছোঁড়া গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইসমাইল। ইসমাইলের মা আবার হাজেরা কালিকাতলা পঞ্চায়েতের সদস্য। ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক সওকত মোল্লা-র দাবি, একটি গুলি লেগেছে ইসমাইলের বুকে। আরও পড়ুন-বেতন বাড়লেও কেন খুশি নয় রাজ্যের কর্মী সংগঠনগুলি
এই গুলিচালনার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। লোকসভা নির্বাচনের সময় থেকেই দক্ষিণ ২৪ পরগনা উত্তপ্ত। এলাকা দখলের রাজনীতির অভিযোগে সরব সব পক্ষই।