West Bengal Statehood Day 2023: পশ্চিমবঙ্গের গৌরব, ঐতিহ্যময় রাজ্যের মর্যাদার ৭৩ বছর

১৯৫০ সালে ২০ জুন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় পশ্চিমবঙ্গ

West Bengal Formation Day 2023: ‘আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ’– প্রতুল মুখ্যপাধ্যায়ের এই গানটি শুনলে আমরা বাংলাকে নতুনভাবে অনুভব করতে পারি। আমাদের হৃদয় স্পর্শ করে যায় বাংলার পথ ঘাট, নদি, বাংলা ভাষা।

দেশ ভাগের সময় বাংলা বিভক্ত হয়ে হয় পশ্চিমবঙ্গ (West Bengal) ও পূর্ববঙ্গ। দেশভাগের মতোই বাংলা ভাগ হওয়াটা বাঙ্গালীর কাছে খুব বেদনাদায়ক হয়ে ওঠে। তবে ১৯৫০ সালে ২০ জুন পশ্চিমবঙ্গ অর্থাৎ এপার বাংলা নিজের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, যা এপার বাংলার বাঙ্গালীর জন্য গর্বের।

পশ্চিমবাংলা সাংস্কৃতিক ভাবে যেমন এগিয়ে তেমিনি অবস্থানগত ভাবেও পশ্চিম বাংলায় রয়েছে বেশকিছু ঐতিহ্যময় স্থান শিমুলবাড়ি, বাগডোগরা, সুন্দরবন, মুর্শিদাবাদ, মালদহ ইত্যাদি।

পশ্চিমবাংলার বাউল সংস্কৃতি দেশের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি হিসেবে বিবেচনা করা হয়।  এছাড়াও কবিতা, গান, নাটক, সিনেমা ও খেলাধুলার ক্ষেত্রেও পশ্চিমবাংলা গৌরবময়।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাও স্বাধীন হয়েছিল, তবে দু’ভাগে বিভক্ত হয়ে। স্বাধীনতার আগে ভারত একাধিক ব্রিটিশ-শাসিত প্রদেশ ও নামমাত্র স্বায়ত্ত্বশাসিত দেশীয় রাজ্যে বিভক্ত ছিল। দেশীয় রাজ্যগুলিও ব্রিটিশ সরকারের পরামর্শক্রমে শাসিত হতো। দেশভাগের পর এই প্রশাসনিক বিভাগগুলির কয়েকটি পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। আর বাদবাকি প্রদেশ ও রাজ্যগুলি ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়।  পশ্চিমবঙ্গও সেই সময় থেকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আরও পড়ুন : West Bengal Statehood Day: কার উদ্যোগে পাকিস্তানে যাওয়া থেকে বাঁচল পশ্চিমবঙ্গ, কিভাবে শুরু হল পশ্চিমবঙ্গ দিবস