WB Panchayat Election Results 2023: গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজারের গণ্ডি টপকে গেল তৃণমূল, বিজেপি সেখানে দেড় হাজারেরও কম, আরও পিছিয়ে বাম-কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে সাড়ে পাঁচ ঘণ্টার গণনা শেষ। এরই মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজারের বেশী আসনে জিতে নিল তৃণমূল

TMC (Photo Credits: Facebook)

পঞ্চায়েত নির্বাচনে সাড়ে পাঁচ ঘণ্টার গণনা শেষ। এরই মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজারের বেশী আসনে জিতে নিল তৃণমূল। সেখানে অনেক পিছনে বিজেপি, বাম-কংগ্রেস। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ইস্যুতে চাপে থাকলেও গ্রাম বাঙলার রায় তৃণমূলের দিকেই সেটা প্রাথমিক প্রবণতা দেখে মনে হচ্ছে।

রাজ্যের ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন আছে। তার মধ্যে ১৭ হাজার গ্রাম পঞ্চায়েতের ফলাফল সামনে এসেছে। তৃণমূল ইতিমধ্যেই ১৩ হাজার ৬৭টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে। সেখানে বিজেপি জিতেছে ১৪৪৪, বামেরা ৯২৩, কংগ্রেস ৩৫৬টি আসনে। নির্দল সহ অন্যান্য দলের প্রার্থীরা জিতেছে ৬৮৩টি আসনে। আরও পড়ুন-দেখুন পঞ্চায়েত নির্বাচনের সরাসরি ফল

এদিকে, ২২ বছর পাহাড়ে হয়েছে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট।জিটিএ এলাকার মধ্যে দার্জিলিংয়ে ৫টি এবং কালিম্পংয়ে ৪টি পঞ্চায়েত সমিতি রয়েছে। গ্রাম পঞ্চায়েত রয়েছে দার্জিলিংয়ে ৭০টি এবং কালিম্পংয়ে ৪২টি। সেই ভোটের গণনা শুরু হতেই দেখা গেল দার্জিলিং ও কালিম্পঙের সব গ্রাম পঞ্চায়েতে এগিয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)।