West Bengal Government Job: একাধিক শূন্যপদে রাজ্য সরকারের কর্মী নিয়োগ, ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন
সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal State Rural Development Agency-Village Resource person-এর পদে লোক নেওয়া হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করা যাবে। এতে আবেদন করতে হলে প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal State Rural Development Agency-Village Resource person-এর পদে লোক নেওয়া হচ্ছে।
১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করা যাবে। এতে আবেদন করতে হলে প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
www.ddinajpur.nic.in- এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।
এই ফর্মের মেমো নম্বর 457/DD/SAU।
অফলাইনেও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনও রকম টাকা লাগবে না।
মোট ২০৪টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীকে ইন্টারভিউয়ের নির্বাচন করা হবে।
ঠিকানা: কালেক্টারেট বিল্ডিং, সেকশান, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।