West Bengal Madhyamik Class 10 Results 2021: মাধ্যমিকে ৭০ শতাংশ নম্বর পেল, পতিতালয়ে পাচার হওয়া কিশোরী

নারী পাচারকারীদের কবল থেকে জীবনের মূল স্রোতে ফিরে মাধ্যমিকে (Madhyamik Exam) ৭০ শতাংশ নম্বর নিয়ে সফল বছর ১৪-র কিশোরী৷ গত বছর মে মাসে আচমকাই একদিন নিখোঁজ হয়ে যায় সে৷

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৩ জুলাই: নারী পাচারকারীদের কবল থেকে জীবনের মূল স্রোতে ফিরে মাধ্যমিকে (Madhyamik Exam) ৭০ শতাংশ নম্বর নিয়ে সফল বছর ১৪-র কিশোরী৷ গত বছর মে মাসে আচমকাই একদিন নিখোঁজ হয়ে যায় সে৷ নারী পাচারকারীরা তাকে শারীরিক অত্যাচারের পর পতিতালয়ে বিক্রি করে দেয়৷ যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করায়৷ একবার নয়, চারবার পৃথক পতিতালয়ে তাকে বিক্রি করেছে পাচারকারীরা৷ রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও ত্রিপুরার পতিতালয়ে বিক্রি হওয়ার পর নির্যাতিতা কিশোরীকে পুলিশ উদ্ধার করতে সচেষ্ট হয়৷ গত জুলাই মাসে ফের নবম শ্রেণিতে ভর্তিও হয়ে যায় ওই কিশোরী৷ তবে নির্যাতিতা কিশোরী জীবনের মূল স্রোতে ফিরতে চাইলেও তার চলার পথটা সহজ হয়নি৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: হাজারের নিচে দৈনিক মৃত্যু, ফের কমল করোনা সংক্রমণ

স্কুলে গেলেই সবাই করুণার চোখে তাকে দেখত৷ “বাজে মেয়ে” আখ্যাও জুটেছিল৷ মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে হাফ ইয়ারলি পরীক্ষা দেয়নি ওই কিশোরী৷ এরপর মধ্যমগ্রাম থানার পুলিশ ও স্থানীয় অলাভজনক সংস্থা শক্তি বাহিনী মধ্যস্থতায় হেনস্তার হাত থেকে রেহাই পায় নির্যাতিতা৷ চলতি বছরে মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায়, ওই কিশোরী ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে৷ বিজ্ঞান শাখায় পড়ার ইচ্ছে থাকলেও আর্থিক সামর্থ্য তার কাছে বিরাট বাধা৷ তাই কলাবিভাগেই পড়াশোনা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় সে৷ বাবা-মায়ের শক্তি হিসেবে দাঁড়াতে চায়৷ শিক্ষিকতাকে পেশা হিসেবে নিয়ে সমাজের কলুষতা দূর করাই ওই কিশোরীর লক্ষ্য৷