Koustav Bagchi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা মিলছিল কৌস্তভ বাগচীর। কখনও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে আবার কখনও সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কৌস্তভ বাগচীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর থেকেই কংগ্রেস নেতার দলবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়।

Koustav Bagchi (Photo Credit: Facebook)

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইস্তফা পত্র পাঠিয়ে হাত শিবির থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন কৌস্তভ। জানা যাচ্ছে, মল্লিকার্জুন খাড়গে-কে প্রায় ৩ পৃষ্ঠার চিঠি পাঠান কৌস্তভ বাগচী। তারপরই কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন এই নেতা।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা মিলছিল কৌস্তভ বাগচীর। কখনও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে আবার কখনও সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কৌস্তভ বাগচীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর থেকেই কংগ্রেস নেতার দলবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দল বদল করে কংগ্রেস থেকে কৌস্তভ বাগচী গেরুয়া শিবিরের ছত্রছায়ায় যান কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে।

দেখুন ট্যুইট...