West Bengal 10th Result 2024 Date: ভোটের মাঝে মাধ্যমিকের ফল প্রকাশ, ২ মে দশম শ্রেণির রেজাল্ট
জল্পনার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে জানানো হয়েছে, ২ মে সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট মাধ্যমিকের ফল ঘোষণা করবেন।
WBBSE Result 2024: লোকসভা ভোটের মাঝেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনই মাধ্যমিক বোর্ডের তরফে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল। ২০২৪ সালে ৯ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী ফল প্রকাশের পথ চেয়ে বসে আছে। জল্পনার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে জানানো হয়েছে, ২ মে সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। এছাড়া ৯টা ৪৫মিনিট থেকে wbbse.wb.gov.in ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল।
ওয়েবসাইট থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন...
- গুগলকে গিয়ে - লিঙ্কটি খুলবেন
- হোম পেজ থেকে WBBSE Madhyamik Result 2024 লিঙ্কটিতে ক্লিক করুণ
- নিজের রোল নম্বর দিয়ে লগ-ইন করুণ
- এরপর সাবমিট-এ ক্লিক করুণ
- আপনার মাধ্যমিকের ফল স্কিনে চলে আসবে।
এদিন বেলা ১০টা থেকে স্কুলের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের রেজাল্ট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন।
এই বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষশেষ হওয়ার প্রায় আড়াই মাস পর বের হতে চলেছে ফল।