West Bengal 10th Result 2024 Date: ভোটের মাঝে মাধ্যমিকের ফল প্রকাশ, ২ মে দশম শ্রেণির রেজাল্ট

জল্পনার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে জানানো হয়েছে, ২ মে সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট মাধ্যমিকের ফল ঘোষণা করবেন।

Result 2023 (Photo Credits: PTI)

WBBSE Result 2024: লোকসভা ভোটের মাঝেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনই মাধ্যমিক বোর্ডের তরফে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল। ২০২৪ সালে ৯ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী ফল প্রকাশের পথ চেয়ে বসে আছে। জল্পনার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে জানানো হয়েছে, ২ মে সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। এছাড়া ৯টা ৪৫মিনিট থেকে wbbse.wb.gov.in ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল।

ওয়েবসাইট থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন...

এদিন বেলা ১০টা থেকে স্কুলের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের রেজাল্ট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন।

এই বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষশেষ হওয়ার প্রায় আড়াই মাস পর বের হতে চলেছে ফল।