West Bengal Assembly By-Elections 2024: রাজ্যের ৬ আসনে উপনির্বাচনে চার দলের প্রার্থীরা, কত ছিল জয়ের মার্জিন

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আরজি কর কাণ্ডের মাঝে বাংলায় প্রথম উপভোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য।

West Bengal By-Poll. (Photo Credit: Twitter@airnews_kolkata)

কলকাতা, ২২ অক্টোবর: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আরজি কর কাণ্ডের মাঝে বাংলায় প্রথম উপভোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য। নৈহাটি, মেদিনীপুর সহ বাংলার যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ফলপ্রকাশ ২৩ নভেম্বর। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, বাঁকুড়ার তালডাংরা, কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এই ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টি-তে তৃণমূল ও ১টি-তে বিজেপি ২০২১ নির্বাচনে জিতেছিল।

এই আসনগুলি খালি হয়েছে সেখানকার বিধায়করা লোকসভায় ভোট জিতে সাংসদ হওয়ায়। তৃণমূলের পার্থ ভৌমিক (নৈহাটি বিধানসভা) , জুন মালিয়া (মেদিনীপুর বিধানসভা), অরূপ চক্রবর্তী (তালডাংরা বিধানসভা), হাজি নুরুল ইসলাম (হাড়োয়া বিধানসভা), জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া (সিতাই), ও বিজেপির মনোজ টিগ্গা (মাদারিহাট) সাংসদ হওয়ায় তাঁর এই সব আসনে বিধায়ক পদ ছাড়েন।

রাজ্যের যে ৬ কেন্দ্রে বিধানসভা আসনে উপনির্বাচন হবে--

নৈহাটি (উত্তর ২৪ পরগণা)

তৃণমূল: সনৎ দে

বিজেপি: রুপক মিত্র

বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী

২০১১ থেকে নৈহাটি তৃণমূলের মজুবত গড় হয়ে উঠেছে। গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন তৃণমূলের পার্থ ভৌমিক।

--------------------

হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)

তৃণমূল: শেখ রবিবুল ইশলাম

বিজেপি: বিমল দাস

বামফ্রন্ট: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী

সাংগঠনিক দিক থেকে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল

-------------

মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)

তৃণমূল: সুজয় হাজরা

বিজেপি: শুভজিত রায়

বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী

সাংগঠনিক দিক থেকে বেশ মজবুত তৃণমূল

---------------------

তালডাংরা (বাঁকুড়া)

তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু

বিজেপি: অনন্যা রায়চৌধুরী

বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)

কংগ্রেস: সিদ্ধান্ত জানায়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে

একমাত্র এই আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম।

-------------------

মাদারিহাট (আলিপুরদুয়ার)

বিজেপি: রাহুল লোহার

তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো

বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে

এই আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। এখন বিজেপির মজুবত গড়।

----------------

সিতাই (কোচবিহার)

তৃণমূল: সঙ্গীতা রায়

বিজেপি: দীপক রায়

বামফ্রন্ট: অরুণ বর্মা

কংগ্রেস: সুকমল বর্মন

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে

২০২১ বিধানসভায় প্রথমবার এই আসনটি জেতে তৃণমূল। তার আগের দু'বার এখানে কংগ্রেসের বিধায়ক ছিল।