TMC Star Candidate List 2021: তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক তারকা মুখ, লড়বেন সায়নী ঘোষ, রাজ্ চক্রবর্তী, মনোজ তিওয়ারি ও অদিতি মুন্সিরা

আসন্ন বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবারের প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক নতুন তারকা মুখ। এতদিন যে তারকাদের তৃণমূলের সমর্থক সারিতে দেখা যেত এবার বিদ্যাকে পদের মুখ হিসেবে উঠে এলেন তাদের মধ্যে কিছু তারকা। এদের মধ্যে রয়েছেন টলিউড জগতের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পীরা। ক্রিকেটজগৎ থেকেও রয়েছে তারকা মুখ।

সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, মনোজ তিওয়ারি ও অদিতি মুন্সি (Picture Credits: Facebook)

কলকাতা, ৫ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এবারের প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক নতুন তারকা মুখ (Star Candidates)। এতদিন যে তারকাদের তৃণমূলের সমর্থক সারিতে দেখা যেত যাঁদের এবার বিধায়ক পদের মুখ হিসেবে উঠে এলেন তাঁদের মধ্যে কিছু তারকা। এদের মধ্যে রয়েছেন টলিউড জগতের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পীরা। ক্রিকেটজগৎ থেকেও রয়েছে তারকা মুখ।

আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), বর্তমানে বাবুল সুপ্রিয় এই লোকসভা কেন্দ্রের সাংসদ। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শিবপুরে প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী কীর্তনশিল্পী অদিতি মুন্সি (Aditi Munsi)। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী সোহম চক্রবর্তী। বারাসতে প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। আরও পড়ুন, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিন দুয়েক আগে দলীয় পতাকা হাতে তোলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। গতকালই দলে যোগদান করেন অদিতি মুন্সিও। দলে যোগদানের পরই বিধায়ক পদের জন্য লড়ার সুযোগ পেয়ে যান তাঁরা। তারকা প্রার্থী হিসেবে না দেখে, শুধুমাত্র প্রার্থী হিসেবে দেখার আর্জি জানান পরিচালক রাজ চক্রবর্তী। আসানসোলের প্রার্থী হয়ে সংবাদমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সায়নী। শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে পূর্ণেন্দু বসুকে এবার রাজারহাট থেকে দাঁড় করানো হয়নি। তাঁর জায়গায় লড়ছেন অদিতি। তাঁর পূর্ণেন্দু বসুর ছত্রছায়ায় লড়ার জন্য তৈরি তিনিও।



@endif