West Bengal Bypolls 2024: রাত পোহালেই রাজ্যের ৬ আসনে উপ নির্বাচন, আরজি কর কাণ্ডের পর প্রথম ভোট কেন সব দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ

রাত পোহালেই বাংলায় উপ ভোট। আগামিকাল, বুধবার রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপ নির্বাচন। নৈহাটি (উত্তর ২৪ পরগণা), হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা), মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), তালডাংরা (বাঁকুড়া), সিতাই (কোচবিহার), ও মাদারীহাট (আলিপুরদুয়ার) বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।

Suvendu Adhikari & Mamata Banerjee. (Photo Credits: X)

কলকাতা, ১২ নভেম্বর:  রাত পোহালেই বাংলায় উপ ভোট (Bypolls 2024)। আগামিকাল, বুধবার রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপ নির্বাচন। নৈহাটি (উত্তর ২৪ পরগণা), হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা), মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), তালডাংরা (বাঁকুড়া), সিতাই (কোচবিহার), ও মাদারীহাট (আলিপুরদুয়ার) বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। এই ৬টি কেন্দ্রের বিধায়করা ক মাস আগে লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় আসনগুলি খালি হয়। ৬টি-র মধ্যে পাঁচটিই তৃণমূলের দখলে, শুধু মাদারীহাট দখলে আছে বিজেপির। উপ নির্বাচন হলেও আরজি কর কাণ্ডে রাজ্যে যে ঝড় বয়ে গিয়েছে, তারপর এই ভোট আলাদা উত্তেজনা তৈরি করেছে। সব দলের কাছেই এই উপভোট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রাজ্যের শাসক দল তাদের দখলে থাকা পাঁচটি আসনের একটিতেও হারলে ২০২৬ বিধানসভার আগে বিরোধীরা বড় অক্সিজেন পেয়ে যেতে পারে। আবার বিজেপি যদি তাদের অতি মজবুত গড় মাদারীহাটও ধরে রাখতে না পারে তাহলে পদ্মশিবিরের ২৬-এর ফল নিয়ে বড় সংশয় তৈরি হবে। আরজি কর আন্দোলনে ফ্রন্টফুটে থাকা বাম দলগুলি যদি এই উপভোটেও ভরাডুবির মধ্যে পড়ে তাহলে তাদের আরও বড় সমস্যা হবে। বামেদের সঙ্গে এবার আসন সমঝোতা করে নৈহাটি আসনে লড়ছে লিবারেশন। কংগ্রেসের সঙ্গে এই ভোটে সিপিএমের কোনও জোট হয়নি। শুভঙ্কর সরকার রাজ্য সভাপতি হয়ে আসার পর অধীর চৌধুরী পরবর্তী বঙ্গ কংগ্রেস কেমন ফল করে তা দেখার। সিতাইয়ে একটা সময় কংগ্রেসের সংগঠন মজবুত ছিল। সিপিআইএম একমাত্র প্রার্থী দিয়েছে বাঁকুড়ার তালডাংরায়। আরও পড়ুন-রাতের অন্ধকারে কলেজের হস্টেলে কী হচ্ছে, হাড়হিম করা ভিডিয়ো

চলতি বছর লোকসভা নির্বাচনে ২৯টি আসনে জিতে ঝড় তোলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। লোকসভার পর চারটি আসনে বিধানসভা উপ নির্বাচনেও বিপুল ভোটে জেতে তৃণমূল। কিন্তু এরপরই অগাস্টে আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ এবং তারপর সাধারণ মানুষ, বিরোধী দল, ডাক্তারদের আন্দোলন রাজ্য রাজনীতিতে আবার মমতাকে কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। অতীতে এমন পরিস্থিতি থেকে নির্বাচনী অগ্নিপরীক্ষায় সফল হন মমতা। এবার দেখার উপভোটেও মমতা জাদু চলে নাকি বিরোধীরা চমকপ্রদ কিছু করে দেখাতে পারে।

রাজ্যের যে ৬ কেন্দ্রে বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থীরা--

নৈহাটি (উত্তর ২৪ পরগণা)

তৃণমূল: সনৎ দে

বিজেপি: রুপক মিত্র

বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)

কংগ্রেস: পরেশনাথ সরকার

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী

--------------------

হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)

তৃণমূল: শেখ রবিবুল ইসলাম

আইএসএফ: পিয়ারুল ইসলাম

বিজেপি: বিমল দাস

কংগ্রেস: হাবিব রেজা চৌধুরী

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী

সাংগঠনিক দিক থেকে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল

-------------

মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)

তৃণমূল: সুজয় হাজরা

বিজেপি: শুভজিত রায়

বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী

---------------------

তালডাংরা (বাঁকুড়া)

তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু

বিজেপি: অনন্যা রায়চৌধুরী

বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)

কংগ্রেস: সিদ্ধান্ত জানায়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে

একমাত্র এই আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম

------------------

মাদারিহাট (আলিপুরদুয়ার)

বিজেপি: রাহুল লোহার

তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো

বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে

এই আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। এখন বিজেপির মজুবত গড়।

----------------

সিতাই (কোচবিহার)

তৃণমূল: সঙ্গীতা রায়

বিজেপি: দীপক রায়

বামফ্রন্ট: অরুণ বর্মা

কংগ্রেস: সুকমল বর্মন

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে