West Bengal Assembly By-Elections 2024: বামেদের হাত ছেড়ে উপনির্বাচনের ছয়টি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী দিল কংগ্রেস

সিতাই তফসিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ।মাদারিহাটে হাত শিবিরের প্রার্থী হচ্ছেন চম্প্রমারি। নৈহাটি আসনে কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে। হাড়োয়া আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর আসনে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস।

congress Candidate In by election (Photo Credit: X@SevadalSM &@MyAnandaBazar)

রাজ্যে উপনির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।চব্বিশের লোকসভা নির্বাচনে বামদের হাত ধরেছিল  কংগ্রেস। কিন্তু অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। তাই সকলের নজর ছিল জোট নিয়ে কী পদক্ষেপ নেন তিনি। নির্বাচন ঘোষণার পরে কোনরকম আলোচনা বা বিবৃতি দিতে দেখা যায়নি শুভঙ্করকে। গতকাল শেষ মুহূর্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর সরকার। কিন্তু, তখন আর জোট নিয়ে আলোচনা সম্ভব নয় বলে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়ে দেন। তারপর ৫টি আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। আইএসএফের জন্য দরজা খোলা রেখে একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এদিন হাড়োয়া আসনে পিয়ারুল ইসলামের নাম ঘোষণা করে আইএসএফ।এবার কংগ্রেসও ৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল।

 

সিতাই তফসিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ।মাদারিহাটে হাত শিবিরের প্রার্থী হচ্ছেন চম্প্রমারি। নৈহাটি আসনে কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে। হাড়োয়া আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর আসনে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস। আর তালডাংরা আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন তুষারকান্তি সন্নিগ্রাহী।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অনুমোদনক্রমে সর্ব ভারতীয় কংগ্রেস(AICC) র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষর করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ছটি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যার ফলে এবার  রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে এবার চতুর্মুখী লড়াই।

 

 



@endif