West Bengal Weather Update: চৈত্রের দাবদাহে বৃষ্টি উধাও, আসছে কালবৈশাখী
মার্চের ভয়াবহ গরম এপ্রিলের শুরুতেও বহাল রইল। ১০ দিনের মধ্যে নববর্ষ আসতে চলেছে। অথচ এই চাঁদি ফাটা গরমের (Weather Update) পরেও বিকেলে কোনও কালবৈশাখীর দেখা মিলছে না।
কলকাতা, ৭ এপ্রিল: মার্চের ভয়াবহ গরম এপ্রিলের শুরুতেও বহাল রইল। ১০ দিনের মধ্যে নববর্ষ আসতে চলেছে। অথচ এই চাঁদি ফাটা গরমের (Weather Update) পরেও বিকেলে কোনও কালবৈশাখীর দেখা মিলছে না। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দুই ২৪ পরগনার আকাশ আংশিক মেঘলা থাকলেও মৃষ্টির কোনও সম্বাবনা নেই। বরং হাওয়ার পরিমাণ কমায় গরমের তাপ বেশি অুনভূত হবে। আগামী দু’একজদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। যদিও তা খুব একটা স্পষ্ট নয়। কিন্তু, যেভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে তাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-China State Hackers Targeted Power Grid Near Ladakh: লাদাখে গুপ্তচরবৃ্ত্তি শুরু করল চিনা হ্যাকাররা
উত্তরে বৃষ্টি হলেও এপ্রিলেই কেন এমন গরমের সাক্ষী হচ্ছে রাজ্য? নেপথ্যে অবশ্যই দূষণ, জঙ্গল কেটে নগরায়ন। এর জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই অসময়ে খরা, বৃষ্টি, বসন্তেই তাপপ্রবাহের মতো পরিস্থিতির তৈরি হচ্ছে।